নয়া দিল্লি: অস্কারের (Oscar) মঞ্চ মাতিয়েছে ভারতীয় চলচ্চিত্র RRR-এর গান নাটু নাটু (Naatu Naatu)। বর্তমানে সারা বিশ্ব মেতেছে এই গানে। ফেসবুক (Facebook)-ইনস্টা রিল (Insta Reel) থেকে ইউটিউব শর্টস (Youtube Shorts), নাটু-নাটুর গানে মেতেছে প্রায় সকলেই। সোশাল মিডিয়ায় জনপ্রিয়ও হচ্ছে সেই রিল, শর্টস। সেলিব্রেটি, ক্রিকেটার, কূটনীতিক থেকে সাধারণ মানুষ- জুনিয়র এনটিআর এবং রামচরণের ডান্স স্টেপে পা মিলিয়েছেন সবাই। এবার আরেকটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে নাটু-নাটুর গানে 'মেতেছে' ইলন মাস্কের (Elon Mask) সংস্থা টেসলার (Tesla) গাড়িগুলিও!                       


 






এই ভাইরাল ভিডিওটি শেয়ার করেছে আরআরআর ছবির টুইটার পেজটি।                                                                                                                                                        


আরআরআর ছবির ট্যুইটার হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করে বলা হয়েছে, ' নিউজার্সিতে একাধিক টেসলা গাড়ির লাইটও নেচে উঠেছে এই নাটু নাটু গানের সুরে। অস্কারজয়ী গানের সুরের সঙ্গে তাল মিলিয়ে একটি বেনজির লাইট-শো প্রদর্শন করা হয়েছে। ইলন মাস্ক, টেসলাকে আরআরআর ছবির সকলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ।'  


আরও পড়ুন, সমুদ্রে ঘাপটি মেরে বীভৎস এক প্রাণী! জলে পা দিতেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা


ভিডিওতে দেখা যাচ্ছে, টেসলা গাড়ির হেডলাইটগুলিকে সুরের সঙ্গে তাল মিলিয়ে জ্বালানো-নেভানো হয়েছে। যে দৃশ্য দেখে মুগ্ধ হয়েছে সকলেই। ইতিমধ্যেই কয়েক লক্ষ ভিউজ এবং ১৩ হাজার রিঅ্যাকশন এসেছে। 


এই ট্যুইটটি শেয়ার করেছে টেসলাও। তাঁরা লিখেছে, 'অসাধারণ! দারুণ সুন্দর একটি সন্ধ্যে। অভিনন্দন।'