Viral Video: ফিডিং বোতলে করে বাঘের বাচ্চাকে (Tiger Cubs) দুধ খাওয়াচ্ছে ওরাংওটাং (Orangutan)। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শিল্পপতি আনন্দ মহিন্দ্রা (Anand Mahindra) এই ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। সেখানে দেখা গিয়েছে, তিনটি বাঘের শাবককে নিয়ে খেলায় মেতেছে এক ওরাংওটাং। তাদের দেখভালের দিকেও নজর দিয়েছে ওই ওরাংওটাং। এমন মিষ্টি মুহূর্তের ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
ট্যুইটারে দীর্ঘদিন ধরেই বেশ জনপ্রিয় মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। মাঝে মাঝে দারুণ সব ভিডিও শেয়ার করেন তিনি। কখনও সেখানে থাকে শিক্ষনীয় বিষয়। কখনও বা নিছক মজা, আনন্দে ভরপুর থাকে ওইসব ভিডিও। এবার বিজনেস টাইকুনের শেয়ার করা ভিডিও দেখে মন ভাল হয়ে গিয়েছে নেট দুনিয়ার।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ফিডিং বোতলে করে ব্যাঘ্র শাবককে দুখ খাইয়ে দিচ্ছে ওই ওরাংওটাং। এখানেই শেষ নয় তাদের সঙ্গে খেলাধুলোও করছে সে। শুধু তাই নয়, একটি বাঘের বাচ্চাকে কোলে নিয়ে রীতিমতো আদর করেছে সে। এমন ভাবে ওই বাঘের শাবককে ওরাংওটাংটি কোলে নিয়েছে, এক ঝলক দেখে মনে হবে যেন তারই সন্তান ওই বাচ্চাটি।
গত ৭ অগস্ট আনন্দ মহিন্দ্রা এই ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। ইতিমধ্যেই প্রায় এক লক্ষের কাছাকাছি ভিউ হয়ে গিয়েছে এই ভিডিওর। কমেন্ট বক্সে দারুণ মজার সব কমেন্ট করেছেন ট্যুইটারিয়ানরা। ভিডিওতে দেখা গিয়েছে একটি সাদা বাঘের বাচ্চাকেও। ওরাংওটাংটি সব বাঘের বাচ্চাকেই সমানভাবে আদর করেছে। ঠিক যেভাবে মা তাঁর সন্তানকে বুকে জড়িয়ে আগলে রাখেন, আদরে ভরিয়ে দেন, এক্ষেত্রেও ঠিক তেমনটাই দেখা গিয়েছে। ওরাংওটাংয়ের সঙ্গে বেশ আনন্দেই রয়েছে বাঘের বাচ্চারাও। দেখে মনে হচ্ছে যেন, এই মায়ের আদরেই দিব্যি বড় হচ্ছে তারা। ট্যুইটারিয়ানদের অনেকেই বলছেন, আসলে মাতৃস্নেহ সব জায়গাতেই সমান। মনুষ্য সন্তানের প্রতি মায়ের স্নেহ আর পশুপাখীর ক্ষেত্রে তাদের মায়েদের স্নেহ, এর মধ্যে কোনও ফারাক নেই। সব মায়েরাই আসলে সন্তানের প্রতি সমানভাবে স্নেহশীল।