বেঙ্গালুরুর এক ৫ বছর বয়সী বালিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি হৃদয়গ্রাহী চিঠি লিখেছে বলে জানা গিয়েছে, আর সেই চিঠিতে সেই মেয়েটি প্রধানমন্ত্রীর কাছে একটি সাহায্য চেয়েছেন। চিঠিতে কী লেখা ছিল ? শহরের বাজে যানজটের পরিস্থিতি আর খারাপ রাস্তাঘাটের সমাধান খুঁজে বের করার জন্য সেই বালিকাটি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছে এবং অনুরোধ করেছে যাতে তিনি এই সমস্যার দ্রুত সমাধান করেন।

এই ছোট্ট ৫ বছরের মেয়েটির নাম জানা গিয়েছে আর্যা। সে অত্যন্ত নিরীহভাবে নম্রতার সঙ্গে ব্যাখ্যা করেছে সেই চিঠিতে যে এই যানজটের কারণে রোজই তাঁর স্কুল যেতে দেরি হয়ে যায়। মেয়েটির বাবা অভিরূপ চ্যাটার্জি এক্স হ্যান্ডলে মেয়েটির চিঠির ছবি তুলে পোস্ট করেছেন এবং ছবির ক্যাপশনে লিখেছেন যে ‘প্রধানমন্ত্রী বেঙ্গালুরু সফর করছেন। আমার ৫ বছর বয়সী মেয়েটি অবশেষে ট্রাফিক ঠিক করার সুযোগ হিসেবে এটিকে দেখছে।’ ১০ অগাস্ট তারিখে লেখা এই ছোট্ট চিঠিতে ৫ বছরের মেয়েটি লিখে রেখেছিল – নরেন্দ্র মোদিজি, প্রচুর যানজট। স্কুল এবং অফিসে যেতে আমাদের রোজই দেরি হয়ে যায়। রাস্তাঘাট খুবই খারাপ। দয়া করে সাহায্য করুন।’ আর্যা তাঁর নাম, বয়স এবং শহর লিখে স্বাক্ষর করেছেন এই চিঠির নিচে। আর একটি হার্ট ইমোজি, একটি ফুলের ছবিও এঁকেছে সেই মেয়েটি।

এই হৃদয়গ্রাহী পোস্টটি মন কেড়েছে বহু নেটিজেনের। ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে ৬ লক্ষেরও বেশি ভিউজ এসেছে। অনেকেই ছোট্ট মেয়েটির প্রচেষ্টার প্রশংসা করেছেন। আবার কেউ কেউ বেঙ্গালুরুর যানজট নিয়ে তাঁর অভিযোগের সঙ্গে জোরালোভাবে দাবি তুলেছেন রাস্তা সংস্কারের জন্য। অনেকেই লিখেছেন যে এই ছোট্ট মেয়েটি যা লিখেছে তা বহু মানুষের বড় সমস্যা। বিশেষ করে অফিসযাত্রী এবং অভিভাবকদের। জ্যামে যারা ঘণ্টার পর ঘণ্টা ধরে আটকে থাকেন এই চিঠি যেন তাদেরই প্রতিদিনের হতাশার ফসল।

আর্যার সুন্দর হাতের লেখা এবং নিখুঁত বানান অনেক সমাজমাধ্যম ব্যবহারকারীকেও মুগ্ধ করেছে। একটি মন্তব্যে লেখা হয়েছে, ‘স্যার আপনার মেধাবী মেয়ে এলকেজি শুরু করার আগে নিখুঁত বানান এবং ব্যাকরণ সহ কার্সিভ ইংরেজি হস্তাক্ষরে লিখেছে চিঠি। এই জন্য আমি আপনাকে অনেক অভিনন্দন জানাই, সে কি পরবর্তী গুগলের সিইও ?’ আরেকজন ব্যবহারকারী লিখেছেন যে তাঁর আশা একদিন প্রধানমন্ত্রী সেই বালিকার সঙ্গে দেখা করবেন। আর তাঁর ইচ্ছে পূরণ হবে।