নয়া দিল্লি: আসবেন মুখ্যমন্ত্রী। তাই গোটা রাস্তা থেকে সভামঞ্চ সাজিয়ে তোলা হয়েছিল ফুলের টব দিয়ে। দৃষ্টিনন্দন সেই দৃশ্য পরিণত হল ভয়াবহ ঘটনায়। ফুলের টব চুরি করতে গিয়ে হুড়োহুড়ি, হইচই- সে এক তুমুল কাণ্ড। 


বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার 'প্রগতি যাত্রা'র অংশ হিসেবে বক্সারে যান। শনিবার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন সেখানে। তবে, জনতা দল (ইউনাইটেড) প্রধান জেলার অতিথিশালা ছেড়ে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। অনুষ্ঠানের জন্য বাইরে রাস্তার ধারে প্রশাসনের রাখা শত শত ফুলের টব তুলে বাড়ি নিয়ে চলে যেতে থাকে।  


সেই সময় রীতিমত হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কে আগে কোন ফুলের টব তুলে নিয়ে দৌড় দেবে, তা নিয়েই শুরু হয় তুলকালাম। এনডিটিভির প্রকাশিত রিপোর্ট অনুসারে, প্রশাসন সেই সব ব্যক্তিদের থামানোর আগেই ওই লোকজনরা সমস্ত টব তুলে নিয়ে চলে যায়। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।                  


ওই ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, আট থেকে আশি, পুরুষ, মহিলা এবং শিশুরা যে যেদিক থেকে পারছে ফুলের টব নিয়ে পালিয়ে যাচ্ছে। এমনকী বেশ কিছু শিশুরা হাতে ওই ভারী টব টানতে না পেরে মাথায় সেই টব নিয়ে চলে যাচ্ছে, ভাইরাল ভিডিওতে দেখা যায় এমনটা। 






আরও পড়ুন, কুম্ভে নিজের শ্রাদ্ধের দিনই 'জীবিত' হয়ে ফিরলেন 'পদপিষ্ট' হওয়া গুরুদেব! সাধুদের সঙ্গে 'ছিলিম' টেনেই ঘটে বিপত্তি?


এই ভাইরাল ভিডিও নিয়ে নানা ধরনের মন্তব্য ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। অনেকেই এই ঘটনাকে সমর্থন করতে পারেনি। একজন ইউজার বলেছেন, 'এই ধরনের মানসিকতার সঙ্গে মোকাবিলা করা খুব কঠিন'। আরেক নেটিজেনের কথায়, 'ট্রেনের বাথরুমে কেন মগ শিকল দিয়ে বাঁধা থাকে, এর কারণ হচ্ছে এই মানসিকতা'।                                


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে