নয়াদিল্লি: একটি বার টেইলড লেজযুক্ত গডউইট (bar-tailed Godwit bird) পাখি আলাস্কা (Alaska) থেকে তাসমানিয়া (Tasmania) পর্যন্ত ১৩,৫৬০ কিলোমিটার (৮,৪৩৫ মাইল) উড়ে যাওয়ার পরে দীর্ঘতম বিরামহীন পরিযায়ীর বিশ্ব রেকর্ড (World Record) ভেঙেছে। আলাস্কা থেকে রওনা হওয়ার ঠিক ১১ দিন পর, গত ২৪ অক্টোবর ওই পাখি অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় পৌঁছে থামে। কীভাবে ওই পাখির যাত্রার উপর নজর রাখা হল? 


গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম পরিযায়ী পাখির


বিরামহীন দীর্ঘতম পথ যাত্রা করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records) নাম তুলল গডউইট পাখি। তার যাত্রাপথে নজর রাখা হয় পাখিটির পিঠের নিচের দিকে 5G স্যাটেলাইট (5G satellite) ট্যাগ লাগিয়ে। 


সংস্থার তরফে জানানো হয়েছে, 'যে দূরত্ব ওই পাখিটি উড়েছে তা মোটামুটি লন্ডন ও নিউ ইয়র্কের মধ্যে আড়াইটে ট্রিপের সমান, বা পৃথিবীর পূর্ণ পরিধির প্রায় এক-তৃতীয়াংশ। পাখিটির পিঠের নিম্নাংশে যুক্ত 5G স্যাটেলাইট ট্যাগ অনুযায়ী, এই বিশাল যাত্রাটি ১৩ অক্টোবর, ২০২২ সালে শুরু হয়েছিল এবং একটানা ১১ দিন ১ ঘণ্টা ধরে চলেছিল একবারও অবতরণ ছাড়াই।'


এর আগে এই রেকর্ড তৈরি করেছিল একই প্রজাতির একটি পাখি ২০২০ সালে। পাঁচ মাস বয়সী বার-টেইলড গডউইট পাখিটি সেই রেকর্ড ৩৫০ কিলোমিটার (২১৭ মাইল)-এ ভেঙেছে। 'বার্ডলাইফ তাসমানিয়া' আধিকারিক (Birdlife Tasmania convenor) এরিক ওহেলারের (Eric Woehler) মতে এই দীর্ঘ যাত্রার ফলে পাখিটি প্রায় তাঁর ওজনের অর্ধেক বা তার খানিক বেশিই ঝরিয়ে ফেলেছে। তিনি বলেন, 'শর্ট টেইলড শিয়ারওয়াটার্স (Short-tailed shearwaters) ও মাটন বার্ডস (mutton birds) জলে নেমে খেতে পারে। কিন্তু গডউইট জলে নামলে মরে যাবে। এর পায়ের পাতা জোড়া নয়, ফলে জল থেকে বেরিয়ে আসার কোনও উপায় ওর নেই। সুতরাং যদি এই পাখি ক্লান্তি থেকে সমুদ্রের পৃষ্ঠে পড়ে, বা খারাপ আবহাওয়া যদি এটিকে অবতরণ করতে বাধ্য করে তবে সেখানেই শেষ।'


আরও পড়ুন: Viral Video: চোখের পাতাতেও জমে বরফ, ধোঁয়া ওঠা নুডলও জমে পাথর, ছোঁয়া লেগে শূন্যে ঝুলে রইল চামচ, দৃশ্য দেখে থ সকলে


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সংস্থার মতে, আর্কটিক টার্নস (স্টেরনা প্যারাডিসা) হল আরেকটি পাখির প্রজাতি যা নিয়মিত বছরের পর বছর বিশাল দূরত্ব উড়ে অতিক্রম করতে পারে। কিন্তু বার-টেইলড গডউইট পাখির ক্ষেত্রে তাসমানিয়ায় পরিযায়ী হয়ে উড়ে যাওয়ার ঘটনা বিরল কারণ নিউজিল্যান্ড তাঁদের পছন্দের গন্তব্য।