Qatar Airspace Closed: কাতার খুব সংক্ষিপ্ত সময়ের জন্য তাদের আকাশপথ বন্ধ রেখেছি সমস্ত বিমান চলাচলের জন্য। কাতারে অবস্থিত মার্কিনি আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার পরে সোমবার কাতারের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এই সিদ্ধান্তের কারণে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে বিমান চলাচল ব্যাহত হয়। কয়েক ডজন বিমানের যাত্রাপথ বদলে দেওয়া হয়। আর এই আকাশসীমা বন্ধ থাকার ফলে ক্ষতিগ্রস্ত এমনই একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ডেভিড স্কট যিনি মূলত দ্য কিফনেস নামেই বেশি পরিচিত। দোহার উদ্দেশ্যে যাত্রা শুরু করার পরেই তাঁকে ইস্তাম্বুলে টারম্যাকে সাত ঘণ্টার জন্য অপেক্ষা করতে হয়, ফিরে আসে তাদের বিমান।
দোহাগামী বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে
আজ সকালে সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে শেয়ার করা একটি পোস্টে সঙ্গীতশিল্পী স্কট জানিয়েছেন যে তুরস্কের ইস্তাম্বুলে অনির্ধারিত যাত্রাবিরতির পর অবশেষে তিনি কাতারের দোহার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার এই সঙ্গীতশিল্পী তাঁর 'আই গো মিউ' গানের জন্য সর্বাধিক পরিচিত। তিনি এই আপডেটটি শেয়ার করার জন্য কাতার এয়ারওয়েজের ওয়াইফাই প্ল্যান কিনেছেন বলে উল্লেখও করেন।
পোস্টে তিনি লেখেন, 'কাতার এয়ারওয়েজের ওয়াইফাই কিনেছিলাম শুধু এটা বলার জন্য যে আমাদের ইস্তাম্বুলে অবতরণ করতে হবে এবং ৭ ঘণ্টা টারম্যাকে বিশ্রাম নিতে হবে। কারণ আকাশে পরপর বোমা উড়ছিল। অদ্ভুত সময়, কিন্তু এটি আরও খারাপ হতে পারে।' ডেভিড স্কট আরও লেখেন যে দোহার পথে ফের রওনা দিয়েছি। এর মধ্যে কোনও অদ্ভুত ঘটনা ঘটলে তা তিনি জানাবেন বলেও উল্লেখ করেন সেই পোস্টে।
কাতার এয়ারওয়েজ কিছুক্ষণ তাদের পরিষেবা বন্ধ রাখার পরে ফের তা চালু করেছে, তবে সমস্ত যাত্রীদের তাদের এই বিলম্বের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। ৫ ঘণ্টা আগে এই কাতার এয়ারওয়েজ বিমান সংস্থাটি জানিয়েছে তাদের আকাশসীমা খোলা হয়েছে আর পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। বিমান সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, 'এই মুহূর্তে আমাদের লক্ষ্য হল যাত্রীদের বাড়ি ফিরতে সাহায্য করা, অথবা তাদের পরবর্তী যাত্রা নিরাপদে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা। কার্যক্রম পুনরায় শুরু করার জন্য হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত গ্রাউন্ড স্টাফ মোতায়েন করেছি।'