Viral Wedding Card:  ভারতজুড়ে এখন বিয়ের মরশুম চলছে জোরকদমে। ছোট শহর থেকে বড় বড় মহানগর, সর্বত্র দারুণ জাঁকজমক করে হচ্ছে বিবাহ অনুষ্ঠান। আর এই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষ নানা ধরনের বিয়ের কার্ড ছাপিয়ে থাকে। আর এমনই একটি বিয়ের কার্ড (Viral Wedding Card) সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। সেই বিয়ের কার্ডে দেখা যাচ্ছে পাত্রের নাম ক্যান্সার কুমার আর পাত্রীর নাম বিড়ি কুমারী। অবাক করবে এই অদ্ভুত বিয়ের কার্ড। এর আগে এমন বিয়ের কার্ড আপনি কখনও দেখেননি।


ক্যান্সার কুমারের সঙ্গে বিড়ি কুমারীর বিয়ে


আপনি এই বিয়ের কার্ড দেখে না হেসে থাকতে পারবেন না। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই বিয়ের কার্ড। এই কার্ডের মধ্যে দিয়ে এক অদ্ভুত সামাজিক বার্তা (Viral Wedding Card) পৌঁছে দেওয়া হচ্ছে। এই বিয়ের কার্ডের একেবারে মাথায় লেখা রয়েছে, 'বিপজ্জনক বিবাহ- নিরপরাধ বরযাত্রী'। এরপরেই কন্যা অর্থাৎ পাত্রীর নামের জায়গায় লেখা আছে দুর্ভাগা বিড়ি কুমারী ওরফে সিগারেট দেবী। আর এরপরে লেখা আছে বরের নাম, মৃতাত্মা ক্যান্সার কুমার ওরফে লাইলাজ কুমার'।



কনের বাবার নাম লেখা আছে মি. টোবাকো লাল জী, মায়ের নাম লেখা আছে মিসেস সুলফি দেবী। তাদের বাড়ির ঠিকানা ৪২০ যমলোক হাউজ, দুখনগর। একইভাবে বরের বাবা-মায়ের নাম লেখা আছে কার্ডে, মি. গুটখা লাল জী এবং মিসেস ভাং দেবী। তাদের বাড়ির ঠিকানা- ভুল পথ, অধিকপুর (ড্রাগ রাজ্য)। এই কার্ড একবার দেখলে আদপেই চমকে উঠতে হয়।


নেটিজেনদের প্রতিক্রিয়া


এই অদ্ভুত বিয়ের কার্ড মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral Wedding Card) হয়ে পড়ে। ইনস্টাগ্রামে ভিমল অফিসিয়াল নামের একটি পেজ থেকে এই কার্ড শেয়ার করা হয়েছিল প্রথমে। একজন লেখেন, 'ভাইকে হাজার হাজার সেলাম'। আবার একজন লেখেন যে এই ভাইয়ের নাকি নোবেল পাওয়া উচিত। আপনি এই বিয়ের কার্ড দেখে না হেসে থাকতে পারবেন না। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই বিয়ের কার্ড। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Viral Video: হাতির পিঠে চেপে ঘোরাচ্ছেন আস্ত বাঘকে, কানও মুলে দিচ্ছেন বাঘের ! যুবকের কাণ্ড দেখে হতবাক নেটপাড়া