নয়া দিল্লি: তিহাড় জেলের (Tihar Jail) সেলে শুয়ে ম্যাসাজ নিচ্ছেন মন্ত্রী। একটি সিসিটিভি ফুটেজ (CCTV Footage) প্রকাশ্যে আসতেই হইচই। এই ভিডিও ভাইরালও (Video Viral) হয়েছে মুহূর্তে। যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
জানা গিয়েছে, দিল্লির আম আদমি পার্টির সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈন আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে তিহাড় জেলে রয়েছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে, তিনি জেলের সেলের মধ্যে ম্যাসাজ নিচ্ছেন। যদিও ভিডিও সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি।
বিজেপির অভিযোগ, অরবিন্দ কেজরিওয়াল তিহাড় জেলকে ম্যাসাজ পার্লার বানিয়ে ফেলেছেন! যেহেতু, তিহাড় জেলের পরিচালনার দায়িত্ব দিল্লি সরকারের হাতেই রয়েছে। আম আদমি পার্টির তরফে বলা হয়েছে, চিকিত্সকের পরামর্শে সত্যেন্দ্র জৈনকে ফিজিওথেরাপি করাতে হয়। বিজেপি তাঁর অসুখ নিয়ে মস্করা করছে।
আরও পড়ুন, কলেজে ক্লাস বন্ধ রেখে দুয়ারে সরকার ক্যাম্প, কোন্নগর জুড়ে পড়ল এসএফআই এর পোস্টার
ভিডিওতে দেখা যাচ্ছে যে, গোছানো বিছানায় শুয়ে রয়েছেন মন্ত্রী। সাদা বালিশ, চাদর, জেলের মধ্যেই মিনারেল ওয়াটারের বোতল চেয়ার, টিভি। এরপর দেখা যায় এক ব্যক্তি পা টিপে দিচ্ছেন, হাতেও ম্যাসাজ করে চলেছেন। কিছুক্ষণ পরে একাধিক ব্যক্তি আসেন ওই সেলে। তাঁরা কখনও মন্ত্রীকে শুইয়ে, কখনও আবার চেয়ারে বসিয়ে মাথায় ম্যাসাজ, গায়ে ম্যাসাজ, পাও টিপে দিচ্ছেন। তাঁদের সঙ্গেই গল্পে মজে মন্ত্রী।
দেখুন সেই ভাইরাল ভিডিওটি-