সাইবার প্রতারকদের জালে পা না দিতে ভারত সরকার ক্রমাগত সতর্কতা প্রচার চালাচ্ছে। এরই মধ্যে ছলে-বলে-কৌশলে ফাঁদে ফেলার প্রচেষ্টাও জারি রেখেছে জালিয়াতরা। তবে মানুষও যে একটু একটু করে সতর্ক হচ্ছে, তার প্রমাণ মিলছে হালফিলের কয়েকটি ঘটনায়।  পাকিস্তান থেকে  আসা একটি স্ক্যাম-কলের জবাবে এক ব্যক্তি যা করলেন, তা নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল ! 


ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে shivaroraji নামে এক ইন্টারনেট ব্যবহারকারী সম্প্রতে  পাকিস্তান থেকে একটি স্ক্যাম কলের জবাব কীভাবে দিয়েছেন, তা বোঝাতে শেয়ার করেছেন একটি ভিডিও। শিব অরোরা, এই ভিডিও শেয়ার করে যেমন স্ক্যামারদের জব্দ করার কৌশলও দেখিয়েছেন, তেমন  অন্যদের সতর্ক থাকতে বলেছেন।


হোয়াটসঅ্যাপে তাঁর কাছে একটি কল আসে। ডিপি তে ছিল এক পুলিশ অফিসারের ছবি। একটি পাকিস্তানি নম্বর থেকে ফোনটি আসে। ফোন করে বলা হয়,  তাঁর পরিবারের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ছাড়াতে গেলে দিতে হবে অনেকটা অর্থ।  এই কল যে ভুয়ো , ততক্ষণে টের পেতে শুরু করেছেন তিনি। ওই পুলিশ অফিসার পরিচয় দেওয়া ব্যক্তি মিস্টার অরোরাকে জিজ্ঞাসা করে শুরু করলেন, " আপনার ছেলের নাম বলুন ! তার সঙ্গে আপনার কথা বলিয়ে দিচ্ছি " 


এই ধরনের কল যে সাইবার-কেলেঙ্কারির টোপ হতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই সচেতন করতে শুরু  করেছে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক। ফোনের পারে থাকা ব্যক্তিও তাই আঁচ করতে পারেন কলটি ভুয়ো। কিন্তু তিনি, স্ক্যামারকেই ল্যাজে খেলানোর চেষ্টা করেন। বলেন, ওর নাম শিব, মোরাদাবাদে থাকে। ছেলেটি তাঁর সম্পর্কে নাতি হয়। স্ক্যামার বলে, আপনি শিবের কে হন ? তিনি বলেন, দিদা ! তখন প্রতারক বলে,নানা ছেলের মাযকে ফোন দিন !  


তখন তিনি বাড়ির একজন মহিলাকে ডাকেন। তাঁকে বিষয়টি বুঝিয়ে ফোনটা ধরিয়ে দেন। ওপারের কণ্ঠ বলতে থাকে, পুলিশ আপনার ছেলে শিবকে গ্রেফতার করেছে। বলে আরেকজনকে ফোন দেওয়া হয়। সে নাটকীয়ভাবে কাঁদতে শুরু করে। অতিরঞ্জিত কণ্ঠ স্বরে বলে "মামমা, মামা..." !  তাতেই হাসির রোল ওঠে ফোন পাওয়া অরোরা পরিবারে। 


শিব অরোরা ইনস্টাগ্রামে এই কথোপকথনেরই একটি ভিডিও পোস্ট করেন।  'আমি আজ পাকিস্তানের একটি নম্বর থেকে একটি কল পেয়েছি। সেখানে পুলিশ অফিসারের ছবিও দেখা গিয়েছে।  তারা দাবি করে, আমার এক প্রিয়জনকে গ্রেফতার করা হয়। তারপর তাদের মুক্তির জন্য অর্থও দাবি করা হয়।'সেই সঙ্গে শিব সতর্ক করে দেন,  জালিয়াতরা মূলক টার্গেট করছে দুর্বল মানুষদের, বিশেষ করে বয়স্কদের ।  অনুগ্রহ করে সতর্ক থাকুন এবং আপনার পরিবার এবং বন্ধুদের এই প্রতারণা-কল সম্পর্কে সতর্ক করুন।' তিনি আরও লেখেন, কারো সঙ্গে কোনও ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না, কোনও অর্থ স্থানান্তর করবেন না।  এমন কল পেতে পুলিশকে জানান'