নয়াদিল্লি: ভারতবর্ষ ক্রীড়াপ্রেমী দেশ। যেখানে মানুষ অন্য দেশের জন্য গলা ফাটায়, প্রিয় তারকার জন্য চিয়ার করে। প্রিয় দল হারলে চোখের জলে ভাসে। ক্রিকেট (Cricket) হোক বা ফুটবল (Football), ভারতের আবেগ অন্য পর্যায়ের। ফিফা বিশ্বকাপ (FIFA World Cup) শেষ হতে না হতেই এবার ভাইরাল এমনই এক 'ফুটবল প্রেমী যুগল'। কেরলের বাসিন্দা তাঁরা।


ভাইরাল 'ফুটবল প্রেমী যুগল'


রবিবার, গোটা রাজ্য যখন জায়ান্ট স্ক্রিন লাগিয়ে, প্রিয় দলের পতাকা হাতে, আর্জেন্তিনা (Argentina) ও ফ্রান্সের (France) ফাইনাল ম্যাচ দেখার প্রস্তুতি নিচ্ছে তখন এক জুটি অভিনব কায়দায় সারলেন বিয়ে। বিশ্বকাপের ফাইনালে ওঠা দুই দল, অর্থাৎ আর্জেন্তিনা ও ফ্রান্সের জার্সি পরে বিয়ে করলেন।                                     


এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, সচিন আর ও আর আথিরার বিয়ের তারিখ পড়ে যায় ফিফার ফাইনালের দিন। বিয়ের কেনাকাটা থেকে আয়োজন, সবকিছুতেই মোটামুটি দুই জনেই সহমত ছিলেন। কিন্তু ফাইনালে কোন দলের পক্ষে গলা ফাটাবেন, সেই সিদ্ধান্তে কোনও আপস তাঁরা করতে চাননি।


সূত্রের খবর, আর্জেন্তিনা ও তারকা ফুটবলার লিওনেল মেসির অন্ধভক্ত সচিন। অন্যদিকে আথিরা আবার ফরাসি ফুটবল টিমের সমর্থক। জানা গেছে, এই যুগল কোচিতে গাঁটছড়া বাঁধেন কাতারের লুসেইল স্টেডিয়ামে দুই দল সম্মুখ সমরে নামার বেশ কয়েক ঘণ্টা আগে। সেখানেই দেখা যায়, দুই জনেই ১০ নম্বর জার্সি পরেছিলেন। ঝলমলে পোশাক-গয়না নয়, ফ্রান্সের কিলিয়ান এমবাপের হয়ে আথিরা ও আর্জেন্তিনার মেসির হয়ে সচিন, ওই জার্সিতেই সারলেন বিয়ে। জানা গেছে, নবদম্পতি তাঁদের রিসেপশন এবং বিবাহের ভোজ দ্রুতগতিতে সেরে ২০৬ কিলোমিটার দূরে তিরুবনন্তপুরমে সচিনের বাড়িতে ফিরে যান। কারণ সময়ের আগে পৌঁছে ঐতিহাসিক ফাইনাল ম্যাচ দেখতে হবে তো!                                                                                                                                                                                                                   


আরও পড়ুুন: Viral News: লুকিয়ে টিভি দেখা! বাবার বকুনি থেকে বাঁচতে খুদেকে সতর্ক করছে পোষ্য সারমেয়


প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর, রুদ্ধশ্বাস ম্যাচের পর আর্জেন্তিনা বিশ্বকাপ জেতে ৪-২ গোলে।