কলকাতা: দীপাবলী আসছে আর কয়েকদিন পরেই। আর এই দীপাবলী উপলক্ষ্যেই কিছু কিছু সংস্থা তাদের কর্মীদের কিছু উপহার (Diwali Gifts) দিয়ে থাকে। কর্মীদের মোটিভেশন বাড়াতে, প্রোডাক্টিভিটি আরও বাড়ানোর জন্য তাদের অনুপ্রাণিত করতে এই উপহার দেওয়া হয়। এবার সংবাদসূত্রে জানা গিয়েছে চেন্নাইয়ের একটি সংস্থা তাদের কর্মীদের জন্য ২০টি গাড়ি, ২৯টি বাইক উপহার দিয়েছে। এর মধ্যে আবার মার্সিডিজ বেঞ্জ গাড়িও রয়েছে। এটিই ছিল দিওয়ালি বোনাস।
এই সংস্থা তৈরি হয় ২০০৫ সালে, খুব কম সংখ্যক লোক কাজ করত তখন এই সংস্থায়। মাত্র ১৮০ জনকেই তখন দীপাবলীর উপহার দেওয়া হয়েছিল। এই উপহারের মধ্যে ছিল হুন্ডাই, মারুতি সুজুকি, টাটা মোটরস, মার্সিডিজ বেঞ্জের মত বড় বড় সংস্থার গাড়ি। কর্মীদের কঠিন পরিশ্রম ও সংস্থার প্রতি তাদের ডেডিকেশনকে গুরুত্ব দিতে এই উদ্যোগ নিয়ে থাকে এই সংস্থা।
এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শ্রীধর কন্নন জানান, দীপাবলীতে এই বোনাস দেওয়া হয় কর্মীদের অসাধারণ দক্ষতাকে প্রশংসা করার জন্য। এই সংস্থা মনে করে যে সংস্থার কর্মীরাই তাদের সবথেকে বড় সম্পদ। সংস্থার কর্মীরা অসাধারণ কমিটমেন্ট, ডেডিকেশন দেখিয়েছে আর তাই তাদের এই অবদানকে স্বীকার করতে সংস্থাও গর্ববোধ করছে।
এর আগেও এই সংস্থা তাদের কর্মীদের বহুমূল্য উপহার দিয়ে চমকে দিয়েছে। বহু বছর ধরে কর্মীদের বাইক উপহার দিয়ে আসছে এই সংস্থা। ২০২২ সালে সংস্থার দুজন সিনিয়র আধিকারিককে প্রথম গাড়ি উপহার দেওয়া হয়। এই বছর সংস্থা উপহার দিয়েছে ২৮টি গাড়ি, এদের মধ্যে রয়েছে মারুতি সুজুকি, হুন্ডাই এবং মার্সিডিজের গাড়িও।
কর্মীদের আর্থিকভাবে সহায়তা করতে জীবনের অন্যতম পদক্ষেপ বিবাহের জন্য এই সংস্থা কর্মীদের ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত দিয়ে থাকে সহায়তা হিসেবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো কর্মী যদি এই উপহারের থেকেও দামি কিছু গাড়ি বা বাইক চান, সেক্ষেত্রে তাদের নিজেদের বাকি টাকাটা দিয়ে নিজের পছন্দের গাড়ি বা বাইক নিয়ে নিতে হবে। অফিসের মধ্যে ইতিবাচক কর্মসংস্কৃতি প্রচারের জন্যই এই উদ্যোগ নিয়েছে সংস্থা। এদের কর্মীদের মনোবল বাড়ে, কাজের প্রতি আগ্রহও অনেকাংশে বাড়ে। কর্মীদের সদা সর্বদা মোটিভেটেড রাখার জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Ratan Tata: রতন টাটার চলে যাওয়ার শোকে প্রিয় পোষ্য 'গোয়া'র মৃত্যু ! সত্যিটা কী ?