নয়া দিল্লি: এখনও পর্যন্ত শুধু মোবাইল ফোন বা ক্যামেরার মেগাপিক্সেলের কথা নিয়েই সবচেয়ে বেশি চর্চা হয়ে থাকে। কিন্তু আপনি কি জানেন চোখেরও মেগাপিক্সেল আছে। যে কোন ফোন কেনার আগে আপনি যেমন দেখে নেন, এর ক্যামেরা কত মেগাপিক্সেল, এর কোয়ালিটি কেমন, একইভাবে মানুষের চোখেও মেগা পিক্সেল আছে।                                                        


মানুষের চোখে কত মেগাপিক্সেল আছে?


চোখ মানুষের শরীরের একটি বিশেষ অঙ্গ। চোখের অপটিক লিস্টের কারণেই আমরা বিশ্বকে দেখতে পাচ্ছি। আমরা রং অনুভব করছি। শরীরবিজ্ঞান জানায়, মানুষের চোখে ৫৭৬ মেগাপিক্সেল পর্যন্ত ভিউ দেখাতে পারে। অর্থাৎ, সহজ কথায়, চোখ একবারে ৫৭৬ মেগাপিক্সেলের এলাকা দেখতে পারে। ঠিকই ধরেছেন  মানবদেহ যত জটিল, ততই আকর্ষণীয়। ফোনের মতো একইভাবে আমাদের মস্তিষ্ক ফোনের প্রসেসরের মত দৃশ্যকে সম্পূর্ণভাবে প্রসেস করে। তবে সেখানে রয়েছে কিছু স্নায়ুর খেলা।                                                                               


ফোনের মতো চোখও কি বয়সের সঙ্গে সঙ্গে খারাপ ছবি তোলে? 


আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ফোনের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর ক্যামেরার মানও খারাপ হতে থাকে। চোখের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। মানুষ বৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তার চোখের জ্যোতিও কমে যায়। অর্থাৎ যৌবনের চোখে সবকিছু যেমন স্পষ্ট দেখতে পান, বুড়ো হলে তা দেখা যাবে না। আপনি আপনার পরিবারেও এটি দেখতে পারেন। তোমার চোখের আলো আর তোমার বাবার চোখের মধ্যে পার্থক্যটা স্পষ্ট জানা যাবে। তোমার বাবার দৃষ্টি ততটা স্পষ্ট হবে না যতটা তুমি দেখতে পাচ্ছ। তেমনি আপনার বাড়ির বাচ্চাদের চোখও আপনার চোখের চেয়ে তীক্ষ্ণ হবে। তবে আজকাল ভুল খাবার ও ফোন টিভির নেশা শিশু বয়সেই দৃষ্টিশক্তিকে দুর্বল করে দিয়েছে।             


 


আরও পড়ুন, আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?