Viral Video: খেলনা গাড়ি নিয়ে খেলতে বাচ্চারা কিন্তু বেশ ভালবাসে। হাতে একটা খেলনা গাড়ি পড়লে তা নিয়ে কত মাতামাতিই না হয়। তবে এবার আসল একটা গাড়ি (Car) নিয়ে রীতিমতো খেলা করেছে একটি হাতি (Elephant)। গজরাজের সামনে অবশ্য আসল গাড়িটাও মনে হচ্ছিল খেলনা গাড়ি। ট্যুইটারে একটি ভিডিও ভাইরাল Viral Video) হয়েছে। সেখানে দেখা গিয়েছে, শুঁড়ের ধাক্কায় একটা আসল গাড়িকে একদম খেলনা গাড়ির মতো ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে হাতিটি। অনেকটা খোলা একটা জায়গায় দাঁড় করানো ছিল গাড়িটি। সেখানেই হাজির হয়েছিল হাতিটি। ধীরে ধীরে গাড়িটির দিয়ে এগিয়ে এসেছিল সে। তারপর শুঁড় দিয়ে ধাক্কা মেরে একদম গোল করে গাড়িটিকে ঘুরিয়ে একপ্রান্ত থেকে অন্যত্র নিয়ে গিয়েছে সে। যদিও ভাইরাল হওয়া ভিডিওতে হাতিটিকে কখনই দেখে খুব রেগে আছে বা ক্ষেপে গিয়েছে বলে মনে হয়নি। নেহাতই খেলার ছলে গাড়িটিকে নিয়ে খেলা শুরু করেছিল সে।
দেখে নিন গাড়ি নিয়ে হাতির খেলাধুলোর সেই ভাইরাল ভিডিও
জানা গিয়েছে এই ভিডিও অসমে তোলা হয়েছে। ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন। ট্যুইটারে হামেশাই পশুপাখিদের নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করেছেন এই আইএফএস আধিকারিক। তার মধ্যে কোনওটা হয় দারুণ মজার। কিছু ভিডিও দেখলে শিউরে উঠতে হয়। আবার কিছু ভিডিও দেখে মন ভাল হয়ে যায়। মিষ্টি মুহূর্তের রেশ কাটতেই চায় না। সুশান্ত নন্দার শেয়ার করা নতুন ভিডিও দেখে কিন্তু নেটিজেনরা বেশ মজা পেয়েছেন। যেভাবে শুঁড় দিয়ে ঠেলে ঠেলে হাতিটি গাড়িটিকে একদিক থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছিল, কার্যত গোল করে গাড়িটিকে নিয়ে ঘুরছিল হাতিটি, তা দেখে সত্যিই অবাক হতে হয়।
এ যাত্রায় গাড়ির ভিতরে কেউ ছিল না। তাই কোনও অঘটন ঘটেনি। আর হাতিটিও বেশ শান্তই ছিল। শুঁড়ে করে গাড়ি পেঁচিয়ে উপরে তুলে আছাড় মারার কোনও প্রবৃত্তি দেখা যায়নি তার মধ্যে। সোশাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ক্রমশ ছড়িয়ে পড়ছে এই ভিডিও। বাড়ছে ভিউ, লাইক, কমেন্টের সংখ্যা।
আরও পড়ুন- সুইমিং পুলের মধ্যে গরবা নাচ! ভাইরাল ভিডিও, কী বলছেন নেটিজেনরা