World Record: খালি পায়েই দীর্ঘ দূরত্ব ভ্রমণ ! পায়ে কোনও জুতো ছিল না। আর সেভাবেই আইবেরিয়ান উপদ্বীপের চারপাশে প্রায় ৩৫০০ কিমি অর্থাৎ ২০০০ মাইল পথ হেঁটে বিশ্বরেকর্ড গড়েছে এই পোলিশ যুবক। বিশ্বের মধ্যে তিনিই প্রথম এতটা পথ খালি পায়ে হেঁটেছেন। পৃথিবীতে নানা সময় নানা মানুষ এভাবেই নজিরগড়া কাজ করে রেকর্ড (Guinness World Record) গড়েছেন, নাম লিখিয়েছেন গিনেস বুকে। আর এবার খালি পায়ে পথ হেঁটে এই পোলিশ যুবকের নাম উঠলে গিনেস বুকের পাতায়।


যুবকের নাম পাওয়েল ডুরাকিউইজ, তাঁর বয়স ৪৫ বছর। স্পেনের সীমার কাছে ফ্রান্সের দক্ষিণ দিক থেকে তিনি তাঁর যাত্রা শুরু করেছিলেন। প্রথমে সীমানা ধরে হাঁটা শুরু করেন তিনি। তারপর উপদ্বীপের তটরেখা খুঁজে পান এবং ঘড়ির বিপরীতে হেঁটে সান জোসে এসে তাঁর ভ্রমণ শেষ করেন পাওয়েল। ক্যামিনো ডি সান্টিয়াগোর তীর্থযাত্রীদের অভিযানের পথও তাঁর ভ্রমণপথের মধ্যেই পড়েছিল।


প্রতিদিনই তিনি ২০ থেকে ৫০ কিমি পর্যন্ত রাস্তা পাড়ি দিতেন পায়ে হেঁটে (Guinness World Record)। মাত্র ৬ মাসেই এই দীর্ঘ পথ হাঁটা শেষ করেছেন তিনি। এর আগে ২০২১ সালে এক ডাচ যুবক আন্তোনিয়াস নুতেনবুম ৩৯০ কিমি হেঁটে শেষ বিশ্বরেকর্ড করেছিলেন। এবার সেই রেকর্ডও ভেঙে দিলেন পোলিশ যুবক পাওয়েল।



সিসিলি দ্বীপের পাশেই থাকেন পাওয়েল আর সেখানেই তাঁর কথায় বিগত ৬ বছর ধরে খালি পায়েই পথ হাঁটতেন তিনি। এটাই ছিল তাঁর মহড়া। পাঁচ মাস ধরে প্রতিদিন খালি পায়ে ১০ কিমি হেঁটে নিজেকে তৈরি করেছিলেন পাওয়েল। এই রেকর্ড-ভাঙা হাঁটার পর তাঁর পায়ে খানিক কাটা-ছেঁড়া ছাড়া আর কোনও বড় আঘাত আসেনি।


এই যাত্রা (Guinness World Record) শুরুর প্রথম মাসেই ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তায় খালি পায়ে হেঁটে তাঁর পা পুড়ে গিয়েছিল। অ্যালোভেরা জেল লাগিয়ে ফের হাঁটা শুরু করেন। তবে এবার পা বাঁচাতে দৌড়তে শুরু করেন তিনি। তাঁর কথায়, এই দীর্ঘপথ হাঁটার জন্য প্রেরণা খুঁজে পাওয়াটাই সবথেকে কঠিন কাজ ছিল। রেকর্ড গড়ার সময় একটা ভ্যানে করে তাঁর বন্ধ তাঁকে অনুসরণ করতেন। সেই ভ্যানেই রান্না হত সবজি আর তাঁর সঙ্গে তাজা ফল খেয়েই এতদিন ছিলেন পাওয়েল।  



পাওয়েল মূলত এই চ্যালেঞ্জটা নিয়েছিলেন ডায়মন্ড সোল ফাউন্ডেশন নামে একটি চ্যারিটেবল ট্রাস্টের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে। এই সংস্থা মূলত একটি নেশামুক্তি সহায়ক কেন্দ্র হিসেবে কাজ করে সিসিলিতে।


আরও পড়ুন: Offbeat News: ৮০ চাবুকের শাস্তি পাকিস্তানে? কী কারণে এই বিরল শাস্তি সেদেশে