নয়া দিল্লি: কাজের সন্ধানেই পাড়ি দিয়েছিলেন দুবাইতে। ভারতেও গাড়িই চালাতেন। সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েও একটি বেসরকারি সংস্থায় গাড়ির চালক হিসেবে যোগ দেন। সেখানে গিয়ে একটি লটারির টিকিট কাটতেই কেল্লাফতে। নতুন বছরেই ঘুরে গেল ভাগ্য।
ঠিক কী ঘটেছে?
মুনাওয়ার ফাইরুস নামে ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহির মুদ্রায় ২০ মিলিয়ন দিরহাম বা ভারতীয় মুদ্রায় ৪৪ কোটি টাকা জিতেছেন। এই খবর দুবাইয়ের একটি সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এদিকে এই লটারি জেতার ঘোর কাটছেই না তার। জ্যাকপটে জয়ে হতবাক হয়ে পড়েছেন তিনি। তিনি জানিয়েছেন, গত পাঁচ বছর ধরে প্রতি মাসে লটারির টিকিট কেটে আসছিলেন। কিন্তু জ্যাকপট জিতবেন, তা কখনও কল্পনাই করেননি।
তিনি বলেন, “আমি এখনও নিশ্চিত নই কারণ আমি এটি ঘটবে বলে আশা করিনি। আমি এখনও হতবাক এবং আমার বিকল্পগুলি সম্পর্কে চিন্তা করার জন্য কিছু সময় নিতে হবে "। তবে তিনি জ্যাকপট জেতার জন্য পুরো ৪৪ কোটি টাকা পাবেন না। দুবাইয়ের নিয়ম অনুসারে কর দিতে হবে তাঁকে। সেই সঙ্গে রয়েছে অনেক স্টেকহোল্ডার। তাদেরও অর্থের ভাগ দিতে হবে ভারতীয় গাড়িচালককে। জানা গিয়েছে, মুনাওয়ার সহ মোট ১০ জন জ্যাকপট জিতেছেন। মুনাওয়ারের আগে জ্যাকপট জিতেছিলেন সুতেশ কুমার নামে একটি ভারতীয়।
আরও পড়ুন, বাদুড়ের পুজো হয় এই গ্রামে! কারণ জানলে শিউরে উঠতে হয়
বেশ কিছু মাস আগে, এক বাংলাদেশি গাড়িচালক তিন কোটি টাকা মূল্যের লটারি জিতেছিলেন।
এর আগে তিন কোটি টাকা জিতে রেকর্ড করেছিলেন বাংলাদেশি গাড়িচালক মহম্মদ। বয়স প্রায় ৫৬ বছর।লটারি টিকিট কেনার সময় বিশেষ অফার পেয়েছিলেন তাঁরা। দু’টি টিকিট কিনলে, আরও দু’টি টিকিট বিনামূল্যে দেওয়া হচ্ছিল। মহম্মদ বলেছেন, দু’টি টিকিট তিনি এবং বাকি দু’টি টিকিট তাঁর বন্ধু পছন্দ করে কিনেছিলেন। তাঁর বেছে নেওয়া টিকিটই বিজয়ী হয়েছে বলে জানিয়েছেন ওই বাংলাদেশি।