হায়দরাবাদ: আগুন রাখার প্রয়োজন পড়ে না। প্রথমে বিস্ফোরণ ঘটান, সেই আগুন থেকেই পরে ধরান সিগারেট। 'কেজিএফ' (KGF) ছবিতে 'রকিভাই'-এর বিখ্যাত সংলাপ মুখে মুখে ফিরছে অনুরাগীদের। সিনেমা হলে তুমুল হাততালিও কুড়িয়েছে বিশেষ ওই দৃশ্য (KGF Movie)। বাস্তবে নায়কোচিত সুখটানেরসেই আচরণ ফুটিয়ে তুলতে গিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ল ১৫ বছরের এক কিশোর। একটি একটি করে মুহূর্তের মধ্যে এক প্যাকেট সিগারেট নিঃশেষ করে সটান হাসপাতালে ঠাঁই হল তার (Teen Smoking)।
নায়ককে নকল করতে গিয়ে অসুস্থ কিশোর
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে (Hyderabad News)। দক্ষিণি তারকা যশের (Yash) অনুরাগী ওই কিশোর। সিনেমার পর্দায় প্রিয় নায়কের গা গরম করা সংলাপ, ঠোঁটের ডগায় সিগারেট ঝুলিয়ে কোনও কিছুর পরোয়া না করা আচরণ, মন জিতে নিয়েছিল তার। নিজের আচরণেও তা ফুটিয়ে তোলার সাধ জেগেছিল। সেই মতো এক এখ করে মুহূর্তের মধ্যে এক প্যাকেট সিগারেট টেনে ধোঁয়া উড়িয়ে দিচ্ছিল সে। সাধ মেটানোর সময় কোনও বিপত্তি না ঘটলেও এক প্যাকেট সিগারেট শেষ করেই অসুস্থ হয়ে পড়ে সে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সিগারেট শেষ হওয়ার পর আচমকা গলায় তীব্র ব্যথা অনুভব করে সে। শুরু হয় অবিরাম কাশি। দমবন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়। কোনও কিছুতে কাজ না হওয়ায় স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। চিকিৎসকদের তৎপরতায় সেখানে ওই কিশোরের অবস্থার উন্নতি হয়। আপাতত সুস্থ সে। তবে চিকিৎসকরা তাঁর কাউন্সেলিং করছেন।
হায়দরাবাদের সেঞ্চুরি হাসপাতালে ভর্তি রয়েছে ওই কিশোর। এই ঘটনায় 'কেজিএফ'-এর মতো ছবি নিয়েই তীব্র অসন্তোষ প্রকাশ করেন সেখানকার চিকিৎসক রোহিত শেট্টি। তিনি বলেন, "রকি' ভাইয়ের মতো চরিত্র সহজেই কিশোরদের মনে জায়গা করে নেয়। ওই চরিত্রের অনুকরণে এক প্যাক সিগারেট শেষ করে অসুস্থ হয়ে পড়েছে এক কিশোর। আমাদের সমাজে সিনেমার প্রভাব অবর্ণনীয়। কিন্তু অভিনেতা এবং পরিচালকদের নৈতিকদায় রয়েছে। ধূমপান, তামাক সেবন, মদ্যপানকে গরিমান্বিত করে দেখানো উচিত নয়। কারণ পর্দার নায়ককে ভগবানের ন্যায় শ্রদ্ধা করা কিশোর-কিশোরীদের তা প্রভাবিত করতে পারে।"
এ ব্যাপারে অভিভাবকদেরও সচেতন হওয়া উচিত বলে মত ওই চিকিৎসকের। তাঁর কথায়, "কিশোর ছেলেমেয়েদের ক্ষেত্রে তারা কী দেখছে, না দেখছে, সেদিকে নজর রাখা উচিত অভিভাবকদের। পরে আফসোস করে কোনও লাভ নেই। ধূমপান, মদ্যপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হওয়া উচিত তাঁদের।" ধূমপানের ফলে অল্পবয়সি ছেলেমেয়ের মধ্যে শ্বাসকষ্ট গুরুতর হয়ে দাঁড়াতে পারে বলে মত ওই চিকিৎসকের। এর পাশাপাশি, ধূমপানের ফলে শারীরিক দুর্বলতা যেমন দেখা যায়, তেমনই, ফুসফুসের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন তিনি।
জনপ্রিয়তার কুফল!
'কেজিএফ' এবং তার সিক্যুয়েল 'কেজিএফ-২', শুধুমাত্র দক্ষিণি ছবির তালিকায় বাঁধা পড়ে নেই, বরং বিপুল জনপ্রিয়তায় ভর করে সর্বভারতীয় ছবির পর্যায়ে পৌঁছে গিয়েছে। ছবিটির তৃতীয় সিক্যুয়েলও প্রায় পাকা।