কলকাতা: পাহাড় অনেকেই ভালবাসেন। ছুটি পেলেই পাহাড়ের কোলে ছুটে যান অনেকেই। বিশেষ করে বাংলায় ঘরের কাছেই হিমালয় (Himalaya) থাকায়, গরম হোক বা শীত--দার্জিলিংয়ের (Darjeeling) পাহাড় চেনা গন্তব্যের মধ্যেই পড়ে। এমনিতেই পাহাড় বলতে চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়। কিন্তু যদি পাহাড়ের একটু অন্যরূপ পছন্দ হয়? ভারতে কিন্তু তাও রয়েছে। তবে একটু দক্ষিণমুখী হতে হবে। ভ্যাকেশন হোক বা workation--প্রবল গরমে একটু স্বস্তির আবহাওয়া পেতে গেলে দক্ষিণের রাজ্যের পাহাড়ি এলাকাগুলো গন্তব্য হতেই পারে। কী কী রাখতে পারেন আপনার উইশলিস্টে?


সাকলেশপুর, কর্নাটক:
পশ্চিমঘাট পর্বতমালায় কথা বইতে অনেকেই পড়েছেন। এখানে এলে দেখতে পারবেন তার রূপ। বেঙ্গালুরু থেকে নন্দী হিল (Nandi Hill) যান অনেকেই। এবার লিস্টে রাখতে পারেন Sakleshpur-ও। পাহাড়ের পাশাপাশি জঙ্গলের সৌন্দর্যও হার মানাবে।


ভালপারাই (Valparai), তামিলনাড়ু:
তামিলনাড়ুর পাহাড়ি এলাকা বলতে সবার আগে মনে আসে কোদাইকানালের নাম। কিন্তু সেটা ছাড়াও দক্ষিণের এই রাজ্যে রয়েছে আরও একটি রত্ন। আন্নামালাইয়ের ভালপারাই। তামিলনাড়ু (Tamilnadu) আন্নামালাই ব্যাঘ্র প্রকল্পের মধ্যে হয়েছে ভালপারাই হিল। জঙ্গলে হাতি ও গন্ডারের দেখা পাওয়া যায়। তারসঙ্গেই চারপাশে চা বাগানের ভিড়।  


পনমুডি (Ponmudi), কেরল:
হাজার মিটারেরও বেশি উচ্চতা এই পাহাড়ের। কেরলের ত্রিবান্দ্রম জেলায় রয়েছে পনমুডি। যার অর্থ সোনালি পাহাড় বা Golden Peak. পশ্চিমঘাট পর্বতমালার সব বৈশিষ্ট্যই রয়েছে এই এলাকায়। ত্রিবান্দ্রম বিমানবন্দর থেকে অন্তত ৬০ কিলোমিটার দূরে রয়েছে এটি।


দেবীকুলুম (Devikulum), কেরল:
কেরলের সবচেয়ে জনপ্রিয় পাহাড়ি ট্যুরিস্ট স্পট মুন্নার (Munnar)। জনপ্রিয় হওয়ায় ভিড়ও অনেক বেশি। তাই ভিড় এড়িয়ে পাহাড় উপভোগ করতে বেছে নেওয়া যায় দেবীকুলুম। দেবীকুলুমের অর্থ দেবীদের হ্রদ। চারিদিকে রয়েছে মশলা আর চা বাগান। কাছেই রয়েছে চিন্নার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি (Chinnar Wildlife Sanctuary)


প্যাপি হিল (Papi Hill), অন্ধ্রপ্রদেশ:
অন্ধ্রপ্রদেশের অন্যতম প্রধান নদী গোদাবরী। এই গোদাবরীর একটি বাঁকে তার চারপাশ ঘিরে রয়েছে পাপিকোন্ডা ন্যাশনাল পার্ক (Papikonda National Park)। এখানেই রয়েছে প্যাপি হিল। জায়গাটা অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রি।


আরও পড়ুন: অ্যালার্জির সঙ্গে জড়িয়ে হার্টের সমস্যার ঝুঁকি, বলছে নয়া গবেষণা