ভোপাল: মর্মান্তিক ঘটনায় হতচকিত পরিবার। এমনটা যে কখনও হতে পারে তা কল্পনাও করতে পারেনি পরিবার। দিদির অন্ত্যোষ্টি (Funeral) চলার সময় সেই চিতার আগুনেই (Fire) ঝাঁপ দিলেন ভাই। এমন ঘটনার পর শোকস্তব্ধ পরিবার-পরিজন থেকে এলাকবাসীও। 


ঠিক কী ঘটেছে? 


সোমবার পুলিশ (Police) জানিয়েছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাগর জেলায় ১৮ বছর বয়সি একটি ছেলে তাঁর খুড়তুতো দিদির শেষকৃত্য চলাকালীন সেই চিতার আগুনেই ঝাঁপ দেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। বাহেরিয়া থানার সীমানার অন্তর্গত মাঝগুয়া গ্রামের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যও ছড়িয়েছে। খুড়তুতো বোনের মৃত্যুতে কী কারণে এমন চরম পদক্ষেপ নিলেন ওই কিশোর, তা এখনও অজানা। 


বাহেরিয়া থানার ইনচার্জ দিব্যা প্রকাশ ত্রিপাঠী জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কিশোরের ২১ বছর বয়সি খুড়তুতো বোন নিখোঁজ হয়ে যায়। সে কিছু শাকসবজি আনতে একটি বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু এরপর তিনি আর ফেরেন না বাড়িতে। অনেকক্ষণ না ফেরায় সন্দেহ হয় পরিবারের। সঙ্গে সঙ্গেই খোঁজ করতে শুরু করে তাঁরা। এরপর একটি কুঁয়ো থেকে তাঁর দেহ উদ্ধার হয়।                                     


আরও পড়ুন, হোমওয়র্ক না করার শাস্তি! একরত্তি মেয়েকে হাত-পা বেঁধে শুইয়ে রাখা হল গরম ছাদে, ভিডিও দেখে তৎপর পুলিশ


সেই সময় পরিবারের তরফ থেকেই পুলিশকে খবর দেওয়া হয়। খুড়তুতো দিদির মৃত্যুর খবর পেয়ে প্রায় ৪৩০ কিলোমিটার দূর থেকে মৃতার বাড়িতে নিজের মোটরবাইক নিয়ে আসেন করণ (১৮)।  কিন্তু শুক্রবার সন্ধ্যায় দিদির শেষকৃত্যের সময়, করণ জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়েছিলেন বলে অভিযোগ। 


যদিও উপস্থিত পরিবারবর্গ ও গ্রামবাসীরা সঙ্গে সঙ্গেই তাঁকে ওই জলন্ত চিতা থেকে টেনে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর, পুলিশ সূত্রে এমনটাই খবর। এই ঘটনা নিয়ে একটি মামলাও দায়ের হয়েছে এবং ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে খবর।