লন্ডন: সোফায় একজোড়া নোংরা মোজা (dirty socks) পড়েছিল দেখে কর্তাকে জিজ্ঞাসা করেছিলেন, 'এগুলো তোমার?' আলসেমির মেজাজে থাকা কর্তামশাই জবাব দেন,  'হ্যাঁ, নোংরা হয়েছিল। তাই রেখেছি। কোথাও একটা ফেলে রাখো।' যেমন কথা, তেমন কাজ। তবে অন্য কোথাও নয়, মোজাগুলি সটান ডাস্টবিনে ফেলে দেন গিন্নি। তার পর বরের এমন 'কীর্তির' কথা ফলাও করে সোশ্যাল মিডিয়ায় (social media post)লেখেন নিজেই। গিন্নির নাম? মালালা ইউসুফজাই (Malala Yousufzai)। নোবেল শান্তি পুরস্কারজয়ী (nobel peace prize) মালালার বাড়িতেও এমন ঘটনা ঘটে? জানতে পেরে হাসির রোল নেটদুনিয়ায়। 


পাল্টা কর্তার...
বউয়ের এমন কাণ্ডের জবাবে থেমে থাকেননি আসের মালিক-ও। ট্যুইটারে রীতিমতো 'ওপিনিয়ন পোল' শুরু করে দিয়েছেন। কী মর্মে? 'আপনাকে যদি কেউ বলে সোফার উপর যে মোজাগুলি রাখা রয়েছে, সেগুলি নোংরা, তা হলে কী করবেন?', প্রথম বিকল্প, 'সেগুলি লন্ড্রিতে দেবেন', দ্বিতীয় বিকল্প, সেগুলি 'ডাস্টবিনে ছুড়ে ফেলবেন'। এই নিয়ে ওপিনিয়ন পোল চালু করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজার। সঙ্গে হ্যাশট্যাগ, '#AskingForAfriend।' কর্তা-গিন্নির এই খুনসুটির আঁচ এখন চেটেপুটে পোহাচ্ছে সোশ্য়াল মিডিয়া।  

প্রতিক্রিয়া...
নারীশিক্ষা আন্দোলনের অন্যতম মুখ ও নোবেল শান্তিপুরস্কারজয়ীর সংসারের ছবিটা যে অনেকের সঙ্গেই মিলে যাচ্ছে জেনে আহ্লাদিত নেটিজেনদের অনেকে। প্রতিক্রিয়ার ঢল নেমেছে মালালার ট্যুইটে। কেউ কেউ কুর্নিশ জানিয়েছেন ২৫ বছরের যুবতীকে। সঙ্গে এ কথাও বলেছেন যে একই রকম অভিজ্ঞতায় তাঁদেরও পড়তে হয়েছিল এবং সেক্ষেত্রে এই ধরনের পদক্ষেপই করেছিলেন তাঁরা। এক ট্যুইটার ব্যবহারকারী লেখেন, 'বিবাহিত জীবনে স্বাগত।' আর এক জন লেখেন, 'একেবারে সঠিক কাজ। শুধুমাত্র আপনি মালালা বলে নয়, এর আরও কারণ রয়েছে। নোংরা মোজা যে যেখানে সেখানে রাখা যায় না সেটিও খেয়াল করা দরকার। বাড়ির দায়িত্ব শুধু মালালার নয়, দুজনেরই।' আর এক নেটিজেনের সংযোজন, 'বার বার আমার বরকে বলেছি, যে হকি খেলার সময় যে সব জিনিস ঘামে ভিজে যায় সেগুলি মুখ মোছার তোয়ালে, হাত মোছার তোয়ালের সঙ্গে রেখে দিও না। ওর এমনিতেও এই সব জিনিস এত রয়েছে যে ৪-৫ অন্তর এক একটা সেটের খোঁজ পড়ে। কিন্তু কে শোনে কার কথা? তাই বহু সময়ই হকি খেলার সময় প্রয়োজনীয় অন্তর্বাস ও মোজা খুঁজে পায় না।' ট্যুইট করার অল্প সময়ের মধ্যেই মালালার পোস্টটি ৮ হাজার লাইক পেয়ে গিয়েছে। রিট্যুইটও হয়েছে বহু বার।


আরও পড়ুন:সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ, ফের ধাক্কা নাবালিকা ধর্ষণে অভিযুক্ত কাঁথির তৃণমূল ছাত্রনেতার