কলকাতা: ঠিক যেন এটিএম। তবে নগদের বদলে মিলবে চাল। নম্বর দিতে হবে। বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে হবে। তারপর বোতাম টিপলেই মিলবে চাল। এমন ব্যবস্থা চালু হল ওড়িশার ভুবনেশ্বরে। দাবি করা হচ্ছে, ভুবনেশ্বরে চালু হওয়া এই Rice ATM- ভারতে প্রথম। বৃহস্পতিবার ওড়িশার খাদ্যমন্ত্রী ক্রুষ্ণা চন্দ্র পাত্র এদিন এই Rice ATM-এর উদ্বোধন করেন।
মঞ্চেশ্বরে এই যন্ত্রটি বসানো হয়েছে। গণবন্টন ব্যবস্থা আরও ভাল করার লক্ষ্য়েই এই কাজ বলে জানানো হয়েছে।
কীভাবে পাওয়া যাবে চাল?
যাঁদের রেশন কার্ড রয়েছে তাঁরা এই এটিএম থেকে চাল পাবেন। এক একজন ২৫ কেজি করে চাল পাবেন। একটি টাচস্ক্রিন ডিসপ্লে-তে রেশন কার্ড নম্বর দিতে হবে। তার আগে হবে বায়োমেট্রিক অথেন্টিকেশন।
রেশন তুলতে গেলে দীর্ঘক্ষণ ধরে লাইন দিতে হয়, এটাই চেনা ছবি। সাধারণত যেভাবে রেশন বিলি হয় সেখানে সময়ও লাগে, লোকবলও প্রয়োজন হয়। এছাড়া, কালোবাজারি বা কম পরিমাণে রেশন দেওয়ার মতো অভিযোগ ওঠে। এই সময় অসুবিধা এড়ানোর জন্যই এই পদ্ধতিতে চাল বিলি করার কথা ভাবা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, ওড়িশার খাদ্যমন্ত্রী জানিয়েছেন, এই Rice ATM এর মাধ্যমে প্রথম পরীক্ষা করা হবে। পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হয়েছে। ঠিক মাপে এবং ঠিক মতো চাল যাতে উপভোক্তারা পান তার জন্যই এই ব্যবস্থা। আপাতত ভুবনেশ্বরে এটি শুরু হলেও এরপরে ওড়িশার ৩০টি জেলাতেই শুরু হবে। যদি এই মডেল সফল হয়, তাহলে সারা দেশেই One Nation One Ration Card- এর অধীনে অন্য রাজ্যে এই ব্যবস্থা চালু করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।
রেশন সংগ্রহ করা সবসময়েই অত্যন্ত সময়সাপেক্ষ। অনেকসময় পর্যাপ্ত রেশন (Ratin Distribution) থাকে না বলে অভিযোগ ওঠে। অনেকসময় পরিমাণে কম চাল দেওয়ার অভিযোগ ওঠে। এছাড়াও রেশন দুর্নীতির অভিযোগ বারবার উঠেছে। পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতি নিয়ে বড়সড় অভিযোগ রয়েছে, চলছে তদন্ত। বারবার যখন অভিযোগ উঠছে তখন এমন Rice ATM অনেক সমস্যার সমাধান করতে পারবে বলে মনে করছেন অনেকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভারতে ঢুকতে চেয়ে ভিড়! শীতলখুচি সীমান্তে জলে দাঁড়িয়ে হাজার হাজার বাংলাদেশি