নয়া দিল্লি: অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) বিষয়টি বেশ মজার। কেননা কিছু কিছু বিষয় একজন মানুষ যেভাবে দেখে ঠিক অন্য একজন মানুষের বিপরীত দৃষ্টিভঙ্গের মাধ্যমে দেখে। আমাদের মানসিকতা এবং দেখার দৃষ্টিভঙ্গি কেমন সেটা অপটিক্যাল ইলিউশন টেস্টের মাধ্যমে বোঝা সম্ভব।                                     

  


আজ আপনাকে এমন একটি ছবি দেখতে বলা হবে যেখানে এতো এতো স্ক্রুর মধ্যে আপনাকে লুকিয়ে থাকা স্প্রিংটি ১১ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে।                    


আপনি যদি ছবিটি খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন যে চিত্রে যেদিকে তাকানো যায় শুধু স্ক্রু এবং স্ক্রু। সামাজিক মাধ্যমে এটি ভাইরাল হওয়ার পর মাত্র ১ শতাংশ লোক সঠিক সময়ের মধ্যে সমাধান খুঁজে বের করতে সক্ষম হয়েছে। আপনি যদি ১১ সেকেন্ডের মধ্যে সফল হতে পারেন তাহলে আপনি সেই এক শতাংশ লোকের মধ্যে অন্তর্ভুক্ত হবেন যারা এটির সমাধান করতে পেরেছিল। আপনার সুবিধার জন্য একটি ক্লু দেয়া হবে। স্প্রিংটি ছবির মাঝামাঝি জায়গায় অবস্থিত।                                                                               


এই অপটিক্যাল ইলিউশন টেস্ট ইন্টারনেট এবং সামাজিক মাধ্যমে খুব ভাইরাল হয়েছে। অনেকেই চেষ্টা করে ১১ সেকেন্ডের মধ্যে স্প্রিংটি খুঁজে বের করতে পেরেছেন। আবার অনেকের কাছেই মনে হয়েছে এটি বেশ চ্যালেঞ্জিং।                       


এ টেস্ট বেশ কঠিন হওয়ায় অনেকেই লম্বা সময় ধরে চেষ্টা করেও সফল হতে পারেনি। আশা করি আপনি মনোযোগ সহকারে চেষ্টা করেছেন এবং ১১ সেকেন্ডের মধ্যে লুকায়িত স্প্রিংটি খুঁজে বের করতে সক্ষম হয়েছে।




আরও পড়ুন, বিমানের আসনে নেই 'আস্ত সিট'টাই! কয়েক হাজারের টিকিট কেটেও হেনস্থা যাত্রীর!


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে