কলকাতা: বিশ্বে (World) এমন অনেক গ্রাম (Village) রয়েছে, যেগুলিকে ভূতুড়ে (Haunted) ধরা হয়। তবে বেশিরভাগ জায়গাই এ বিষয়ে কোনো স্বীকৃতি পায়নি। কিন্তু আজকে যে গ্রামের কথা জানব সেটি বিশ্বের সবচেয়ে ভূতুড়ে জায়গা হিসেবে বিবেচিত হয়। এই গ্রামটি এমনকি সবচেয়ে ভূতুড়ে জায়গার জন্য গিনেস বুক অফ রেকর্ডসে নাম তুলেছে। চলুন এবার জেনে নিই এই গ্রামের সম্পূর্ণ গল্প।
এই গ্রামটি কোথায়?
এই গ্রামটি ইংল্যান্ডের কেন্টে অবস্থিত। আপনি গুগলে প্লাকলি নামে এই গ্রামটি খুঁজে পাবেন। এই গ্রাম সম্পর্কে বলা হয়, এখানে রাতে মৃতদেহের আর্তনাদ শোনা যায়। এই গ্রামে এমন ১২টি জায়গা আছে যেখানে মানুষ ভুল করেও যেতে পছন্দ করে না। এখানে যারা এসেছেন তারা বলছে যে আপনি এই গ্রামের সীমানার মধ্যে প্রবেশ করেন একটি ভিন্ন ধরনের নেতিবাচক শক্তি অনুভব করেন। ঠিক যেমন কোনও শক্তি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় যেভাবে অনুভব করে ঠিক একই রকম।
এই গ্রাম যে জনশূন্য তা নয়। এখানে প্রায় হাজার লোক বাস করে। কিন্তু এরপরও সূর্য অস্ত যাওয়ার পর কেউ একা ঘর থেকে বের হয় না। এখানকার মানুষদের বিশ্বাস এই গ্রামে দু-একজন নয় মোট ১৫ জনের ভূত আছে। এই গ্রামের লোকজন জানান, অন্ধকার হলেই এই গ্রামের জঙ্গল থেকে কান্নার আওয়াজ আসতে থাকে। যাইহোক, এর পরেও প্রতি বছর লোকেরা এই জায়গাটিতে আসে এবং যারা বেশি সাহসী তারা এমনকি রাতে সেই জায়গায় যাওয়ার সাহস করে যেখান থেকে ভূতের শব্দ আসে।
আরও পড়ুন, কেন লালকে বিপদ সঙ্কেত হিসেবে বেছে নেওয়া হয়? এর পিছনে কোনও বিজ্ঞান কি রয়েছে?
এই গ্রামের স্থানীয় লোকজন সংবাদমাধ্যমকে এর আগে জানিয়েছিলেন, এখানে প্রতিটি ভূতের গল্প আলাদা। বলা হয়, আঠারোশো শতকে কিছু লোক এখানে একজন মানুষকে তরবারি দিয়ে কেটে গাছে ঝুলিয়ে দিয়েছিল। তারপর থেকে তাঁদের আত্মা থেকে গিয়েছে এখানে। দ্বিতীয় গল্পটি একজন শিক্ষকের। কথিত আছে কিভাবে এই শিক্ষকের মৃত্যু হয়েছে তা জানা যায়নি, তবে তার আত্মা এখনও এখানকার জঙ্গলে বিরাজমান। এ ছাড়া ভূত-প্রেত সম্পর্কিত আরও বিভিন্ন গল্প রয়েছে এই গ্রামকে ঘিরে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে