বুলন্দশহর: পড়াশোনার বালাই নেই। এমনি বসিয়ে রাখা হয়েছে পড়ুয়াদের। স্পিকারে গান চালিয় মাথায় তেল মালিশ করছেন শিক্ষিকা। সরকারি স্কুল থেকে এবার এমনই ভিডিও সামনে এল। ক্লাস রুমের ভিতর শিক্ষিকার এমন আচরণ দেখে স্তম্ভিত সকলে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। (Viral Video)

উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে ওই ভিডিও সামনে এসেছে। সেখানকার একটি সরকারি প্রাথমিক স্কুলে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ভিডিও-য় দেখা গিয়েছে, ক্লাস রুমের ভিতর পড়ুয়ারা এমনি বসে রয়ছে। সামনের চেয়ারে বসে মাথায় তেল মালিশ করছেন শিক্ষিকা। স্পিকারে ক্লাসিক্যাল গানও চালিয়ে রেখেছেন তিনি। এমনকি চেয়ারে বসেথেকে নিজের ব্যাগটিও তুলে আনার জন্য এক পড়ুয়াকে নির্দেশ দেন তিনি।  (Bulandshahr School Viral Video)

শিক্ষিকার এমন আচরণে ছেলেমেয়েদের মুখেও হাসি দেখা যায়। এমনকি বাইরে থেকে দরজা দিয়ে ঝুঁকেও পড়ে অনেকে। শিক্ষিকার আচরণে তারাও হাসি আটকে রাখতে পারেনি। কিন্তু স্কুলের কোনও শিক্ষিকা বা শিক্ষাকর্মীকে এগিয়ে গিয়ে ওই শিক্ষিকাকে নিরস্ত করতে দেখা যায়নি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তাতেই রাজ্যের প্রাথমিক শিক্ষা দফতর ওই শিক্ষিকাকে সাসপেন্ড করেছে। 

গোটা ভূমিকায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ ওই শিক্ষিকার বিরুদ্ধে আগেও গুরুতর অভিযোগ ওঠে। সম্প্রতি আর একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করছেন তিনি, লাঠি দিয়ে পেটাচ্ছেন। ওই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সেই রিপোর্ট সামনে এলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে। 

ওই শিক্ষিকাকে জামালপুর প্রাথমিক স্কুলে বদলি করা হয়েছে আপাতত। এর আগেও ওই শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। জানা গিয়েছে, স্কুলে অনুপস্থিতি থাকায়, সেই নিয়ে নিজের রিপোর্ট লেখেন জেলার সমন্বয়কারী আধিকারিক হেমেন্দ্র মিশ্র। কিন্তু তাঁর মন্তব্য ওই শিক্ষিকা কালি দিয়ে কেটে দেন বলেও অভিযোগ। 

শিক্ষা প্রাঙ্গনে এই ধরনের ঘটনা যদিও নতুন নয়। সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরের একটি স্কুলে ক্লা চলাকালীন এক শিক্ষককে ঘুমাতে গেখা যায়। রীতিমতো টেবিলে পা তুলে ঘুমাচ্ছিলেন তিনি। সেই ভিডিও-ও ভাইরাল হয়ে যায়।