Trending News: ৯ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করছিলেন এই যুবক, বাধ্য হয়ে দেশে ফিরছেন। আমেরিকায় এত বছর থেকেও ভাল চাকরি জোটেনি তার। আর তাই দেশে বৃদ্ধ বাবা-মা'কে দেখতে ফিরে আসতে হচ্ছে তাঁকে। মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে এমএস ডিগ্রি রয়েছে তার, ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে দারুণ অভিজ্ঞতাও রয়েছে। কিন্তু কিছুতেই মার্কিন দুনিয়ায় চাকরির শিকে ছেঁড়েনি। বিগত ৬ মাসে বহু চাকরির আবেদন করলেও মাত্র একটি চাকরির থেকেই ইন্টারভিউর ডাক পান এবং সেটিতেও তিনি অবশেষে প্রত্যাখ্যাত হন।
রেডিট মাধ্যমে সেই যুবক তিনি লেখেন, 'ভারতে ফিরে আসছি, একটাও ইন্টারভিউর ডাক পেলাম না আমেরিকায় !' এই সফটওয়্যার ডেভেলপার তার বেতন আশা করেছিলেন ৩০-৩৫ লক্ষ টাকা বছরে, এই চরম প্রত্যাখ্যানের পরে সমাজমাধ্যমে নিজের ক্ষোভ হতাশা প্রকাশ করেছেন। তিনি আরও জানান যে তাঁকে ভারতে ফিরে আসতে হচ্ছে তার পিছনে অন্যতম কারণ তার বৃদ্ধ বাবা-মা। তার বাবার বয়স ৭৮ বছর এবং তার মায়ের সম্প্রতি একটি কঠিন রোগ দেখা দিয়েছে। বিগত ছয় মাস ধরে অনেক চেষ্টা করেও একটিও ইন্টারভিউর ডাক পাননি এই যুবক।
রেডিটে এই যুবক লেখেন, 'মে মাসে ভারতে ফিরে আসছি আমি, আমার বৃদ্ধ বাবা-মাকে দেখভাল করতে হবে আমায়। বিগত ৬ মাসে বহু চাকরির জন্য ভারতে চেষ্টা করেছি, একটি মাত্র ইন্টারভিউর ডাক পেয়েছি'। এমনকী তিনি এও জানান যে দীর্ঘ ১৫ বছর লড়াই করার পরে মার্কিন মুলুকে গ্রিন কার্ড পেয়েছিলেন তিনি। আর এই পোস্টের উত্তরে অনেকে তাঁকে লেখেন, 'ভারতে চাকরি নিয়ে প্রবল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, আপনাকে কেউ যদি রেফার না করে তাহলে নিজের জোরে চাকরি জোগাড় করা খুবই মুশকিল। এমনকী এখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সও খুবই গোলমেলে'। কেউ কেউ তাঁকে পরামর্শ দিয়েছেন যাতে তিনি এমন কোনও মার্কিন সংস্থায় যোগ দেন তার ভারতে শাখা রয়েছে এবং পরে সেই ভারতের শাখায় বদলির আবেদন করতে পারেন তিনি।
আরও পড়ুন: Petrol Diesel Price: আজ ৬ জেলায় সস্তায় পাবেন পেট্রোল ডিজেল, সকালেই তেল ভরালে কত কমবে খরচ ?