Steve Jobs: ফাস্ট জেনারেশনের অ্যাপেল প্রোডাক্ট (First Generation Apple Product) এর আগেও অসংখ্যবার নিলামে উঠেছে। আইপড, আইফোন সবই ছিল এই তালিকায়। তবে এবার স্টিভ জোবসের (Steve Jobs) হাতে লেখা একটি বিজ্ঞাপনের খসড়া যা অ্যাপেল-১ (Apple 1) এর জন্য লেখা হয়েছিল সেটি নিলামে উঠেছে। হাতে লেখা ওই কাগজের দাম ধার্য হয়েছে ১,৭৫,৭৫৯ ডলার যার ভারতীয় মুদ্রায় মূল্য ১.৪৪ কোটি টাকার আশপাশে। RR auction- এ স্টিভ জোবসের হাতে লেখা ওই বিজ্ঞাপনী খসড়ার এই দাম ধার্য করা হয়েছে। MacRumors- এর মাধ্যমে এই খবর প্রকাশ্যে এসেছে। বিজ্ঞাপন লেখা ওই ড্রাফট পেপারে অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের সাক্ষর অর্থাৎ সই। এছাড়াও সেখানে রয়েছে অ্যাপেল-১ কম্পিউটারের বিশদ এবং বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য। এছাড়াও ওই কম্পিউটারে স্টিভ জোবস আর কী কী যুক্ত করতে চেয়েছিলেন সেই ব্যাপারেও লেখা আছে ওই কাগজে। এর পাশাপাশি যেখানে অ্যাপেলের জন্ম হয়েছিল, স্টিভ জোবসের মা-বাবার বাড়ি, তার ঠিকানাও রয়েছে ওই বিজ্ঞাপনের খসড়া লেখা কাগজে। 


MacRumors পরে এই কাগজ খতিয়ে দেখে জানতে পারে যে ১৯৭৬ সালে ইন্টারফেস ম্যাগাজিনে অ্যাপেল-১ এর জন্য যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল তারই খসড়া হচ্ছে স্টিভ জোবসের হাতে লেখা ওই কাগজ। এই কাগজ ছাড়াও RR auction তাদের নিলামে অ্যাপেলের দু'টি পোলারয়েড ইমেজ অর্থাৎ ছবি রেখেছিল। সেই ছবি প্রসঙ্গে স্টিভ জোবস লিখেছিলেন 'অস্পষ্ট কারণ ক্যামেরা নড়বড়ে'। 


অ্যাপেল-১ এর সঙ্গে যাঁরা পরিচিত নন, তাঁদের জন্য কিছু তথ্য


অ্যাপেল-১ একটি ৮ বিট ডেস্কটপ কম্পিউটার। এই কম্পিউটারের ডিজাইন করেছিল অ্যাপেল। এই ডিভাইস লঞ্চ হয়েছিল ১৯৭৬ সালের ১১ এপ্রিল। শোনা যায়, সেই সময় স্টিভ জোবস এবং স্টিভ উজনিয়াক তাঁদের যাবতীয় মূলবান সম্পদ বিক্রি করে দিয়েছিলেন এই প্রোজেক্টের জন্য। এই কম্পিউটারে ছিল একটি MOS6502 প্রসেসর (MOS6502), দাম ছিল ৬৬৬.৬৬ মার্কিন ডলার। তবে এই কম্পিউটারের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল ১৯৭৭ সালের ৩০ সেপ্টেম্বর। এর কয়েক মাস আগেই অ্যাপেল-২ লঞ্চ করেছিল অ্যাপেল কর্তৃপক্ষ। 


কিছুদিন আগে নিলামে উঠেছিল অ্যাপেলের তৈরি স্নিকার্স


১৯৯০ সালে কেবলমাত্র সংস্থার কর্মীদের জন্যই স্নিকার তৈরি করেছিল অ্যাপেল কর্তৃপক্ষ। সেই জুতোই এবার নিলামে উঠেছে। সৌজন্যে বিখ্যাত অকশন হাউস Sotheby। দাম আকাশছোঁয়া, একেবারে ৪১ লক্ষ টাকা। অ্যাপেল সংস্থার কর্মীদের জন্য সাদা রঙের এই স্নিকার্স তৈরি করা হয়েছিল বিশেষ উপহার হিসেবে। ১৯৯০- এর মাঝামাঝি সময়ে National Sales Conference- এ এই বিশেষ জুতো দেওয়াও হয়েছিল কর্মীদের। তবে জনসাধারণের জন্য কখনই এই স্পেশ্যাল স্নিকার্স তৈরি করা হয়নি। 


আরও পড়ুন- দুটি হাফ প্লেট অর্ডার করলে কি সত্যিই পুরো প্লেটের চেয়ে বেশি খরচ হয়?