কলকাতা: আইফেল টাওয়ারকে সাক্ষী রেখে হিরের আংটি উপহার না দিলেও, অভিনব কায়দায় সঙ্গিনীকে 'প্রোপোজ' করল একটি পুরুষ পেঙ্গুইন। একেবারে নিভৃতে, ব্যক্তিগত মুহূর্তেই নিজের কামনা-বাসনা উজাড় করে দিল সঙ্গিনীর সামনে। কিন্তু মানুষের চোখ এড়ায় কী করে! মোবাইলের ক্যামেরায় বন্দি হয়ে, দুই পেঙ্গুইনের সেই ব্যক্তিগত মুহূর্ত ছড়িয়ে পড়ল নেট দুনিয়াতেও। এমন দৃশ্য না দেখে কি থাকা যায়! তাই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই বিশেষ মুহূর্তের ভিডিও। (Viral Video)


মাত্র ৫৫ সেকেন্ড দীর্ঘ ভিডিও-টি এই মুহূর্তে ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়। কোথায় ভিডিও-টি তোলা হয়েছে, তা যদিও নির্দিষ্ট করে জানা যায়নি। কিন্তু ভিডিও-তে যা চোখে পড়েছে, সেই অনুযায়ী, বিদেশের কোনও চিড়িয়াখানায় পেঙ্গুইনদের জন্য বরাদ্দ জায়গা বলেই ঠাহর হচ্ছে। টলটলে জলে পাশে পাথরে বাঁধানো চাতাল। তার উপর সাজানো রয়েছে নুড়ি পাথর। সেখানেই সঙ্গিনীকে 'প্রোপোজ' করতে দেখা গিয়েছে একটি পেঙ্গুইনকে। (Penguin Proposal)


ভিডিও-টিতে যেটুকু তথ্য মিলেছে তা হল, পুরুষ পেঙ্গুইনটির নাম স্ক্য়াম্পার, স্ত্রী পেঙ্গুইনটির নাম পপি। দীর্ঘ দিন ধরেই একসঙ্গে থাকছে তারা। তাদের যে মুহূর্তে ক্য়ামেরাবন্দি হয়েছে, তাতে জলকে  সাক্ষী রেখে পপিকে ঘরবাঁধার প্রস্তাব দিচ্ছিল স্ক্যাম্পার। সেই মতো মুখে করে পপির সামনে একটি একটি করে নুড়ি নিয়ে গিয়ে জমা করছিল সে। প্রথম বারই পপি স্ক্যাম্পারের ঘরবাঁধার প্রস্তাব গ্রহণ করে। কিন্তু তার পরও পপির মনজয়ে একের পর এক নুড়ি নিয়ে গিয়ে জমা করতে থাকে স্ক্যাম্পার।



বেঁচে থাকতে মানুষের যেমন পাশে একজনকে প্রয়োজন হয়, পৃথিবীর অন্য প্রাণীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি হিসেবে মানুষেকর ক্ষেত্রে সামাজিক এবং আইনি বৈধতার প্রয়োজন পড়ে অনেক ক্ষেত্রে। পশুপাখিদের ক্ষেত্রে পারস্পরিক সম্মতিই যথেষ্ট। সামাজিক বা আইনি সিলমোহরের প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে পেঙ্গুইনদের কথা বিশেষ ভাবে উল্লেখ্য। কারণ একসঙ্গে থাকলেও, স্ত্রী পেঙ্গুইনের মন পেতে পুরুষ পেঙ্গুইনকে বেশ কসরত করতে হয়। তবে একবার মন জুড়ে গেলে, শেষ নিঃশ্বাস পর্যন্ত একসঙ্গে থাকে তারা। 


আর একসঙ্গে জীবন কাটানোর ক্ষেত্রে এই 'প্রোপোজাল' অত্যন্ত জরুরি পেঙ্গুইনদের ক্ষেত্রে। প্রাণী বিশেষজ্ঞদের মতে, সঙ্গিনীকে যখন নুড়ি পাথর দিয়ে 'প্রোপোজ' করে কোনও পুরুষ পেঙ্গুইন, তার অর্থ সঙ্গিনীকে একসঙ্গে ঘরবাঁধার প্রস্তাব দিচ্ছে সে। অনেক পাথর জড়ো করার অর্থ, সঙ্গিনী সেখানে ডিম পাড়ুক, তাদের সংসার বাড়ুক, এই চাহিদা প্রকাশ করা। এর মাধ্যমে দু'জনের মধ্যে অবিচ্ছেদ্য এক সংযোগ গড়ে ওঠে। তাই দুই পেঙ্গুইনের মন দেওয়া-নেওয়ার ওই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় লাগেনি।