নয়া দিল্লি: সবরমতীর তীরে অস্ত গেল টিম ইন্ডিয়া (Team India)। ২০০৩-এর বদলা হল না ২৩-এ। ফাইনালে (World Cup Final) সেই অস্ট্রেলিয়ার (Australia) কাছে হার। রোহিতদের (Rohit Sharma) ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন ব্যাগি গ্রিন ব্রিগেড। সেই মুহূর্ত দেখেই কেঁদে ভাসালেন ভারতের (India) এক খুদে অনুরাগী। আর সেই ভিডিওই এখন ভাইরাল (Viral) সোশাল মিডিয়ায় (Social Media)। 


প্রথম থেকেই বিশ্বকাপ ঘিরে ভারতে উন্মাদনা ছিল চরমে। ওয়ার্ল্ড কাপের প্রতিটি ম্যাচ জিতে ফাইনালে ভারত উঠতেই দেশে এক অন্য আমেজ। ফাইনাল ম্যাচ ঘিরেও উত্তেজনা তুঙ্গে ছিল। আমদাবাদ শহরে ছিল নীল সমুদ্র। নানা রঙের পোস্টার হাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। যারা মাঠে উপস্থিত থাকতে পারেননি, তারা টিভি কিংবা মুঠোফোনে নজর রেখেছিলেন। টিভিতে খেলা দেখছিলেন ভারতের ওই খুদে ফলোয়ার্সও। কিন্তু ভারতের হারের পর যেভাবে সে কান্নায় ভেঙে পড়ে তা দেখে সকলেই ভারাক্রান্ত হয়ে পড়ে।                    


নেটিজেনদের ভাষায় এই কান্না কেবল ওই শিশুর নয়। ১৪০ কোটি ভারতীয়র মনের অবস্থা ছিল এটাই। অজি ব্যাটারদের হাতে পরাস্ত হয়ে যখন নত মস্তকে মাঠ ছাড়ছেন রোহিতরা। সেই দৃশ্য দেখেই কেঁদে ফেলেন ওই খুদে। ইন্ডিয়ার জার্সি পরেই খেলা দেখছিল সে। এরপর কাঁদতে কাঁদতেই মায়ের কাছে ছুটে যায় সে। 






আরও পড়ুন, হরিনাম সংকীর্তনে নাচ স্পাইডার ম্যানের! টাইমস স্কোয়ারে এক অভিনব দৃশ্য


ছেলের এমন কান্না দেখে আবেগ বিহ্বল হয়ে পড়েন মা-ও। কাছে টেনে বারবার বোঝাতে থাকেন- এটা তো খেলা। হার-জিত তো থাকবেই। ভেঙে পড়লে হবে না। দেখবে পরের বার ঠিক আমরাই জিতব'। কিন্তু শিশু অনুরাগী মন তা বুঝলে তো। তার বয়সে এমন উন্মাদনার পরাজয় যেন সব হারানোর সমান।