প্রয়াগরাজ: প্রথমে সাড়া ফেলেছিল তাঁর জীবনদর্শন। এর পর পালা আসে বিতর্কের। কিন্তু কোনও কিছুই দমাতে পারছে না মহাকুম্ভ থেকে জনপ্রিয়তা লাভ করা IIT বাবাকে। এবার দেশের রাজনীতি নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন তিনি। জানালেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভবিষ্যৎ কী, তাও আগাম জানিয়ে দিলেন তিনি। (Viral IIT Baba)
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেশের রাজনীতি নিয়ে মুখ খোলেন IIT বাবা। রাজনীতির ভবিষ্যৎ কী জানতে চাইলে, কোনও রকম রাখঢাক না করেই মুখ খোলেন। তাঁর মতে, আগামী দিনে যোগীই দেশের প্রধানমন্ত্রী হবেন। দেশের প্রধানমন্ত্রী না থাকলেও, অন্তরালে যাওয়ার সম্ভাবনা নেই মোদির। তিনি আগামী দিনে রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করবেন। তাঁর এই ভবিষ্যদ্বাণীতে নতুন করে সাড়া পড়ে গিয়েছে। (Maha Kumbh IIT Baba)
IIT বাবা বলেন, “যোগী প্রধানমন্ত্রী হবেন। নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি হতে পারেন। এটাই হওয়া উচিত। টাইমলাইন বদলেও যায়।” IIT পাশ করে আধ্যাত্মিকতায় ডুব দেওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেই প্রসঙ্গেও যোগীর সঙ্গে নিজের তুলনা টানেন IIT বাবা। জানান, যোগী নিজেও সন্ন্যাসী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করছেন তিনি। একই সঙ্গে যোগী দুই দায়িত্ব পালন করছেন। তিনিও একই পথে হাঁটছেন বলে জানান IIT বাবা। তবে সকলকে সন্ন্যাস গ্রহণ করতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই বলেও জানান তিনি।
সম্প্রতি কুম্ভমেলায় সকলের নজর কাড়েন IIT বাবা। তাঁর আসল নাম অভয় সিংহ। IIT থেকে এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করে মহাকাশ গবেষণা নিয়ে কাজও করেছিলেন কিছু দিন। কিন্তু সব ছেড়ে সন্ন্যাসী হয়ে যান তিনি। জীবনের অর্থ বুঝতেই বেরিয়ে পড়েছেন বলে জানান। অল্প সময়ের মধ্যেই তাঁর কাহিনি ভাইরাল হয়ে যায়। এর পর বিতর্কেও জড়ান তিনি। জুনা আখড়া থেকে তাঁকে বের করে দেওয়া হয়। আশ্রম কর্তৃপক্ষের দাবি, IIT বাবা মাদকাসক্ত। যদিও IIT বাবার দাবি, তিনি গোপন কথা ফাঁস করে দেন যদি, সেই ভয়েই তাঁকে বের করে দেওয়া হয়।
ছেলে উচ্চশিক্ষিত হওয়ার পর কেন সন্ন্যাস গ্রহণ করলেন, সেই নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন IIT বাবার পিতাও। জানান, মা-বাবার মধ্যে নিত্যদিনের অশান্তিতে পেরে না উঠেই গৃহত্যাগ করেন ছেলে। শিশুমনে গার্হস্থ্য হিংসার ক্ষতিকর প্রভাব পড়াতেই, ছেলে সমাজ-সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন বলে জানান তিনি। ছেলেকে সংসারী হতে দেখতে চান জানালেও, ছেলের খুশি ছাড়া কিছু চাওয়ার নেই বলে জানান IIT বাবার পিতা।