আলওয়ার: প্রায় ৩০০ বছরের পুরনো শিব মন্দির (Shiv temple) ভেঙে ফেলা হল বুলডোজার দিয়ে। রাজস্থানের আলওয়ার (Alwar) জেলার সরাই মহল্লার (Sarai Mohalla) ঘটনা। রাজগড় পুলিশ স্টেশনে (Rajgarh Police Station) ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে এই বিষয়ে। তৈরি হয়েছে উত্তেজনা।


কী বলছেন রাজস্থানের মন্ত্রী?


রাজস্থানের মন্ত্রী মহেশ যোশীর (Mahesh Joshi) কথায়, 'খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এটা একটা ধরন হয়ে দাঁড়িয়েছে, মন্দিরের নামে এখন সমস্যা তৈরি করা হচ্ছে। আমরা মন্দিরের সম্মান করি।' এই প্রসঙ্গে বিজেপির দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। বলেছেন, 'আমরা ভারতীয় জনতা পার্টির মানুষের থেকে বেশি ধার্মিক... আমরা ধর্মকে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করি না।'


বিজেপির পাল্টা বক্তব্য


অন্যদিকে বিজেপি (BJP) রাজস্থানের সভাপতি ডা. সতীশ পুনিয়া (Satish Poonia) বলেন, 'রাজগড় মন্দিরের ঘটনায় আমি একটা ৫ সদস্যের কমিটি গঠন করেছি যারা তথ্যগত তদন্ত করবে। কমিটি ঘটনাস্থলে যাবে, রিপোর্ট তৈরি করে আমাকে জমা দেবে।'


আরও পড়ুন: Manuscript Writing Cafe: ডেডলাইনে থাকা লেখকদের জন্য বিশেষ ক্যাফে, কাজ শেষ না করে বেরনো মানা


এদিন ট্যুইটারে একটি পোস্ট শেয়ার করেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)। একইসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি লেখেন, '১৮ এপ্রিল, কোনও নোটিস ছাড়াই, প্রশাসনের তরফ থেকে বুলডোজার চালিয়ে রাজস্থানের রাজগড়ে প্রায় ৮৫ হিন্দু পরিবারের পাকা বাড়ি ও দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।'