Viral Video: সভ্যতা,ভদ্রতা শিকেয় তুলে নারদ নারদ বলে লেগে পড়ল দুই পক্ষ। এ কোনও যুদ্ধ বা রাজনীতির ময়দানের ছবি নয়, বরং এক বিয়ে বাড়ির ছবি। উত্তরপ্রদেশের এক বিয়েবাড়িতে সম্প্রতি ধুন্ধুমার মারামারি হয়। কারণ ছিল মুরগির ঠ্য়াং। বিরিয়ানিতে মুরগির ঠ্যাং ছিল না একটাও। বরযাত্রীদের কারও পাতেই বিরিয়ানির ঠ্য়াং পড়েনি। তখনই কারও কারও সন্দেহ হতে শুরু করে। ঠ্য়াংগুলি কোথায় গেল, বরযাত্রীরা কেন পেল না ইত্যাদি প্রশ্ন উঠতে শুরু করে। পাল্টা ঝাঁঝালো উত্তর আসে কনেপক্ষের তরফে। আর সেই ঝাঁঝেই মাথার ঠিক রাখতে পারেননি বরপক্ষ। চেয়ার, টেবিল, বিরিয়ানির হাড়ি উল্টে তুমুল গণ্ডগোল শুরু হয়ে যায়।


বিয়েবাড়ির ভিডিয়ো ভাইরাল


ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নবাবগঞ্জের সতরঞ্জ ম্যারেজ হলে। সেখানে এই দিন বিয়ের আয়োজন হয় কনের। বরপক্ষের জন্য স্পেশাল মেনুতে ছিল বিরিয়ানি। কিন্তু বিরিয়ানিতে ছিল না কোনও মুরগির ঠ্যাং। একাধিক জাতীয় সংবাদমাধ্য়মের রিপোর্ট মোতাবেক, বরপক্ষদের অভিযোগ ছিল, কারও পাতেই নাকি মুরগির ঠ্যাং পড়েনি। ঘটনাটিকে কেউ কেউ চক্রান্ত বলেও দাবি করেন। ‘মুরগির সব অঙ্গের মাংস রয়েছে, অথচ ঠ্যাংটাই কেন বাদ ?’, ‘কেন বরপক্ষকে দেওয়া হয়নি মুরগির ঠ্যাং ?’ এমনই কিছু ‘উচিত’ প্রশ্ন তোলে বরযাত্রী। কিন্তু তার বদলে সঠিক প্রত্যুত্তর দেননি কনেপক্ষ। বরং একটি ঝাঁঝালো উত্তর শুনেই মাথা গরম হয়ে যায় বরপক্ষের।


ধুন্ধুমার কাণ্ড, মারমারি হাতাহাতি


প্রথমে মুরগির ঠ্যাং নিয়ে স্বাভাবিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। কিন্তু বেশিক্ষণ স্বাভাবিক থাকেনি পরিস্থিতি। অল্প অল্প করে ব্যাপারটা কিল, চড়ের দিকে গড়ায়। তার পর ঘুষি। তার পর ভাইরাল ভিডিয়ো দেখা যায়, চেয়ার তুলে মারার ঘটনা। এর পর ধুন্ধুমার হয়ে ওঠে পরিস্থিতি। বিরিয়ানির হাঁড়িও উল্টে দেওয়া হয়।






বিয়ে কি হল শেষ পর্যন্ত ?


বরযাত্রীদের চূড়ান্ত অপমানিত হতে দেখে বিয়ে করবেন না বলে স্থির করেন বর। এর পরেই ঘটনা অন্যদিকে মোড় নেয়। লড়াই ঝগড়া মারামারি কিছুক্ষণের মধ্যে থেমে যায়। বরকে শান্তভাবে কেউ কেউ বোঝান, বিয়ের জন্য অনুরোধ করেন। অবশেষে বেশ কিছুক্ষণ আলোচনার পর পরস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর রাজি হন বিয়ের জন্য। 


আরও পড়ুন - Viral News: পায়রাদের বিষ্ঠাবাণে নাজেহাল এই শহর, রেহাই পেতে চরম সিদ্ধান্ত নাগরিকদের


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।