ডালাস(টেক্সাস): এভাবেও ফিরে আসা যায়? টেক্সাসের (Texas) 'বেলি'-র (Bailey) কাণ্ডকারখানা শুনে (পড়ুন দেখে) এখন এটিই একমাত্র প্রশ্ন নেটিজেনদের। বিস্মিত এল পাসো-র (EL Paso) 'অ্যানিমাল রেসকিউ লিগ'-র (animal rescue league) আধিকারিকরাও। সাবেক আশ্রয়ে এসে মাঝরাত্রে সত্যিই কি ঘণ্টি বাজিয়েছে 'বেলি'? সারমেয়র পক্ষে এই কাজ কতটা সম্ভব?
হইচই নেটপাড়ায়...
আজ্ঞে হ্যাঁ, 'বেলি' আসলে এক চারপেয়ে। এল পাসো-র অ্যানিমাল রেসকিউ লিগে থাকছিল বেশ কিছু দিন ধরে। হালেই তাকে একটি পরিবার আপন করে নেয়। কিন্তু কী ভাবে যেন সেই নতুন বাড়ি থেকে হারিয়ে যায় 'বেলি'। তার নতুন মালিক তৎক্ষণাৎ খবর দেন এল পাসো-র 'অ্যানিমাল রেসকিউ লিগ'-এ। পোস্টার সেঁটে দিয়ে অনুসন্ধান অভিযান শুরু করেন সংস্থার সদস্য়রা। লেখা ছিল, 'মেসা ও সুনল্যান্ড এলাকায় কোথাও হারিয়ে গিয়েছে বেলি। ও খুবই বন্ধুবৎসল। দেখতে পেলে বা ওর সম্পর্কে কিছু জানতে পারলে দয়া করে আমাদের নম্বরে ফোন করুন।' এর পর উৎকণ্ঠার প্রহর গোনা শুরু। কেউ কেউ তাঁদের জানিয়েছিলেন, বেলি-কে দেখতে পেয়েছেন। কিন্তু কোথায় সে? হদিশ নেই। তার খোঁজ পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন সকলে।
সে আসিয়াছে ফিরিয়া...
৩১ জানুয়ারি। মাঝরাত। সংস্থার আধিকারিকদের বেশিরভাগই বাড়িতে। যাঁরা রয়েছেন, নিজেদের কাজে ব্যস্ত। হঠাৎ দফতরের কলিং বেল বেজে উঠল। তড়িঘড়ি এগিয়ে এসে সিকিউরিটি ক্যামেরায় নজর রাখেন আধিকারিকরা। যা দেখেন, তাতে চক্ষু চড়কগাছ তাঁদের। কলিং বেল বাজাচ্ছে খোদ বেলি। কাতর চোখে অনুনয়, ঢুকতে দাও। যে এলাকায় সে হারিয়ে গিয়েছিল সেখান থেকে অন্তত ১০ কিলোমিটার 'ট্রেক' করে এখানে আসতে হয়েছে তাকে। কী ভাবে পৌঁছল সারমেয়? এতটা রাস্তা চেনা সম্ভব কি? নানা আলোচনা, জল্পনার মধ্যে আনন্দের ঢেউ লিগ সদস্যদের মধ্যে। সেই মুহূর্তের ছবি নিয়ে পরে এল পাসো-র অ্যানিমাল রেসকিউ লিগ জানায়, 'বেলি এখন নিরাপদ। যাঁরা ওকে খোঁজাখুঁজি করেছিলেন, তাঁদের অকুণ্ঠ ধন্যবাদ। ঘণ্টির শব্দ শুনে কর্মীরা দ্রুত দরজা খুলে ওকে নিয়ে আসেন।' গোটা ঘটনায় আপ্লুত সংস্থার ডিরেক্টর লরেটা হাইড। বলেন, 'কুকুর যে কতটা বুদ্ধিমান তা আমরা বেশিরভাগ সময় বুঝতেই পারি না। ও বুঝল কী করে কোন দিকে যেতে হবে?' তাঁদের দফতরে এমনই ব্যবস্থা যে কলিং বেল বাজলেই একটি ক্যামেরায় রেকর্ডিং শুরু হয়ে যায়। সেখানেই দেখা যায়, ঘণ্টি বাজিয়ে ছটফট করছিল বেলি।
যেন অপেক্ষা, 'অনেক রাত হয়ে গিয়েছে। এবার তো ঢুকতে দাও।'
আরও পড়ুন:মোদির মুখে 'তেজস' স্তুতি! শুরু এশিয়ার বৃহত্তম এয়ারোস্পেস শো 'এয়ারো ইন্ডিয়া ২০২৩'