Viral Video: সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর দৌলতে আমরা আজকাল এমন কিছু ঘটনার সম্মুখীন হই, যা দেখে হাসবেন নাকি রাগ করবেন, বোঝা দায়। সম্প্রতি তেমনই একটি ঘটনা ঘটেছে পাঞ্জাবে। ট্র্যাফিক সিগন্যালে থকা সিসিটিভি- তে ধরা পড়েছে পুরো ঘটনা। এক ব্যক্তি এমনই কাণ্ড ঘটিয়েছেন যে তার ফলে ওই ব্যক্তিকে 'ডিম চোর' তকমা পেতে হয়েছে।
ঠিক কী হয়েছে
রাস্তার পাশের একটি দোকান থেকে এক ব্যক্তি ৬ ক্রেট ডিম কিনেছেন। তারপর সজা চম্পট। টাকাপয়সা দেওয়ার কোনও বালাই নেই। পাঞ্জাবে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ডিম কেনার পর দোকানির কাছে কিউআর কোড চেয়েছেন ওই ব্যক্তি। ভাবটা এমন যে কিউআর কোড পেয়ে গেলে তৎক্ষণাৎ অনলাইন পেমেন্ট করে ডিমের দাম মিটিয়ে দেবেন। রাস্তার পাশে দাঁড় করানো ঠেলা গাড়ি থেকে দোকানি কিউআর কোড নিয়ে খদ্দেরের সামনে আসার আগেই নিজের গাড়ি চালিয়ে চম্পট দিয়েছে ওই ব্যক্তি। গোটা ঘটনাটাই ধরা পড়েছে সিসিটিভিতে। জানা গিয়েছে, ডিমের মোট দাম হয়েছিল ২১০০ টাকা। এদিকে ওই ক্রেতা এক নয়া পয়সাও ঠেকায়নি দোকানিকে। একগাদা ডিম চুরি করে চম্পট দিয়েছে ওই ব্যক্তি।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়েছে। গরিব দোকানির থেকে এতগুলো ডিম কিনে দাম না দেওয়ার এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই খদ্দেরের উপরে বেজায় চটেছে নেটিজেনরা। কাউকে এভাবে ঠকানো কখনই উচিৎ নয়। যে ব্যক্তি চালাকি করে ৬ ক্রেট ডিম তুলে এক পয়সাও না দিয়ে চম্পট দিয়েছেন, তাঁর এ হেন কাজে বেজায় বিরক্ত নেটদুনিয়া। সকলেই তীব্র ভাষায় ভর্ৎসনা করেছেন ওই ব্যক্তিকে। অনেকে আবার এও বলেছেন যে কাউকে এভাবে ঠকানোর ফল কখনও ভাল হয় না।
কিন্তু এই ঘটনায় রয়েছে এক অন্য মোড়
ডিম কিনে নিয়ে গিয়েছিলেন যে ব্যক্তি, তিনি পরের দিন সকালে আবার ফিরে এসেছিলেন ওই দোকানে। ক্রেতার দাবি, তিনি ভেবেছিলেন অনলাইন পেমেন্ট সফল হয়েছে। কিন্তু পরে বুঝতে পারেন অনলাইনে টাকা ট্রান্সফার করা সম্ভব হয়নি। তাই দোকানিকে টাকা দিতে ফেরত আসেন ওই ব্যক্তি। এই প্রসঙ্গেও নেটিজেনদের অনেকেই বলেছেন, নির্ঘাত নিজের ভাইরাল হয়ে যাওয়া ভিডিও দেখে লজ্জায় টাকা মেটাতে এসেছিল।
আরও পড়ুন- লাটাই হাতে ঘুড়ি ওড়াচ্ছে বাঁদর ! ভাইরাল ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়