কলকাতা: সংস্থা প্রধান হলেও তিনি যে আদতে সংস্থারই কর্মী, এমনটাই বুঝিয়ে দিলেন জোম্যাটো (Zomato) কর্তা। বর্ষশেষে আনন্দে মেতেছে সকলেই। সেই মতো জোম্যাটোতেও বাড়তে থাকে ফুড অর্ডারের চাপ। বিশেষ দিনে অর্ডারের (Order) সংখ্যা থাকে অনেক বেশি, তেমনই ব্যস্ত থাকেন ডেলিভারি-কর্মীরা।                                                                                                  


এবারে ব্যস্ততম ভূমিকা নিয়েছে অনলাইন অ্যাপ (Online App)। এর মাধ্যমে খাবার ডেলিভারি সংস্থার কর্মীরা। এমনই পরিস্থিতিতে তুঙ্গে ওঠা চাহিদার কথা মাথায় রেখে, বর্ষশেষের রাতে নিজেই খাবার ডেলিভারি করতে বেরিয়ে পড়লেন জোম্যাটো সংস্থার সিইও, দীপিন্দর গোয়েল। 


সংস্থার লাল রঙের চেনা পোশাকে গ্রাহককে খাবার ডেলিভারি করতে বেরিয়েছেন, সেই ছবি নিজেই টুইটও করলেন। এদিন সন্ধ্যায় দীপিন্দর টুইট করেন, ‘আমি কয়েকটি অর্ডার ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছি নিজেই। ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসব আশা করছি।                                                                                                                       


 






এর আগেও জোম্যাটোর পরিচিত লাল রঙের টি-শার্ট পরে গ্রাহকদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন স্বয়ং সংস্থার সিইও। কিছুদিন আগে সেকথা জানিয়েছিলেন, নকরি ডট কম’-এর মালিক সঞ্জীব বিকচন্দানি।                                                                                         


আরও পড়ুন, দু'বারের গুলিতেও মরল না কেউটে, ফুঁসে উঠে প্রবল গতিতে তাড়া ঘাতককে


জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েলের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, বছরে বেশ কয়েকবারই জোম্যাটোর টিশার্ট পরে, খাবার ডেলিভারি করতে নিজে বেরিয়ে পড়েন দীপিন্দর।