নয়া দিল্লি: প্রথমে কাজাকিস্তান, তারপর দক্ষিণ কোরিয়া- পর পর ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। ভয়ঙ্কর সেই সব সময়ের ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকে। এরই মাঝে শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার মতো ভিডিও ভাইরাল হয়েছে নেট মহলে। যেখানে দেখা যাচ্ছে বিমানের ডানা দাউদাউ করে জ্বলছে। শুধু তাই নয়, ইঞ্জিনে বিস্ফোরণের মতো আওয়াজও শোনা যাচ্ছে।
সিবিসি সংবাদমাধ্যমের সূত্রে খবর, রাত ৯.৩০ মিনিটে এয়ার কানাডার ফ্লাইট AC2259-এ কিছু সমস্যা দেখা দেয়। ল্যান্ডিং গিয়ার কাজ করার ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছিল। নির্দিষ্ট গন্তব্যর বদলে তাই হ্যালিফ্যাক্স বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছিল। সেই সময়ই ওই ঘটনাটি ঘটে যায়।
ওই বিমানে থাকা এক যাত্রী নিকি ভ্যালেন্টাইন, ঘটনার ভয়াবহ বিবরণ শেয়ার করেছেন। তিনি এও বলেছেন যে ল্যান্ডিং করার সময় বিমানটি প্রায় ২০-ডিগ্রি কোণে বাঁ দিকে কাত হয়ে গিয়েছিল। এরপরে একটি বিকট শব্দ হয়। সকলেই ভেবেছিল ভয়ঙ্কর বড় কোনও দুর্ঘটনা ঘটে গিয়েছে হয়তো।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ল্যান্ডিংয়ের সময় প্রথমে ক্র্যাশের মতো আওয়াজ হয়। সেই সময় যাত্রীরা অনুভব করেন যে প্লেনটির সফট ল্যান্ডিং তো হয়ইনি বরং রানওয়েতে যেন পিছলে যাচ্ছে প্লেনটি। এরপরই দেখা যায় ডানায় দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এরপর বাঁ দিকে হেলে যায় বিমানটি। যাত্রীদের মধ্যে তখন চরমে আতঙ্ক। প্রাণহানির প্রমাদ গুনতে শুরু করেছিলেন অনেকেই।
আরও পড়ুন, খাবার পরিবেশনে দেরি কেন? রাগে বিয়ে ভাঙল বর! পরের দিনই নিজের বোনকে বিয়ে!
যদিও রিপোর্টে এও বলা হয়েছে যে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে