দেরাদুন: ভয়ঙ্কর ঘটনা উত্তরকাশীতে। মণিকর্ণিকা ঘাটে ভিডিয়ো বানাতে গিয়ে অসাবধান হতেই খরস্রোতা জলের তলায় তলিয়ে (Uttarkashi News) গেলেন ৩৫ বছর বয়সী এক মহিলা। এই ভিডিয়োই কয়েকদিন ধরে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেরাদুনের উত্তরকাশী জেলায় ভাগীরথী নদীর ধারে ভিডিয়ো রিল বানাচ্ছিলেন এই মহিলা, ফোন ধরা ছিল তাঁর মেয়ের কাছে। এই মহিলার নাম জানা গিয়েছে বিশেষ্ঠা যিনি সম্ভবত নেপালের বাসিন্দা। তাঁর মেয়েকে নিয়ে নদীর ধারে গিয়েছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন যে, ভিডিয়ো শ্যুট করার জন্য সেই মহিলা নদীর জলে নামেন কিছুটা আর তখন হঠাৎ করেই ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। ফলে খরস্রোতা নদীর প্রবল টান তাঁকে ভাসিয়ে নিয়ে চলে যায়। তাঁর মেয়ে ফোনের ক্যামেরায় ভিডিয়ো (Uttarkashi News) শ্যুট করছিল। ঘাটের পার থেকেই সে 'মা' বলে চিৎকার করে ওঠে যখন সে দেখতে পায় তাঁর মা বড় বড় স্রোতের টানে ভেসে চলে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। কিন্তু তখন সেই মেয়ের চিৎকার ঘাটে ঘাটে প্রতিধ্বনিত হয়।
স্থানীয় কর্তৃপক্ষ, পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এই ঘটনা জানামাত্রই অনুসন্ধান শুরু করে। নদীতে নৌকা নামানো হয়, উদ্ধারকারী দল নদীতে তন্নতন্ন করে খুঁজে ফেলে, যোশীওয়াড়া বাঁধের কাছাকাছি এলাকাতেও খোঁজা হয় সারা দিন ধরে। কিন্তু সন্ধে হয়ে গেলেও সেই মহিলাকে দেখা যায়নি, তাঁকে পাওয়া যায়নি।
ভিডিয়োতে দেখা যায়, সেই মহিলা তাঁর মায়েকে নিয়ে ভাগীরথী অর্থাৎ যেখান থেকে গঙ্গার উৎপত্তি, সেখানে গিয়েছেন এবং কিছুটা জলে নেমেছিলেন। আর তখনই ভারসাম্য রাখতে না পেরে নদীর জলে তলিয়ে যান। তাঁর ১১ বছরের মেয়ের চোখের সামনেই তলিয়ে যান সেই মহিলা।
এই ঘটনায় সমাজমাধ্যমে রিল ভিডিয়ো শ্যুট করার সময় নিরাপত্তা বিধিকে প্রাধান্য দেওয়ার কথাই আরও একবার মনে করিয়ে দেয়। গত বছর জুলাই মাসে এভাবেই একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মহারাষ্ট্রের রায়গড়ে রিল ভিডিয়ো শ্যুট করার সময় খাদে পড়ে মারা যান। ২৬ বছর বয়সী সেই ইনফ্লুয়েন্সারের নাম ছিল আনভি কামদার, যিনি তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন, একটি ভিডিয়ো শ্যুট করার সময়েই তিনি গভীর খাদে পড়ে প্রাণ হারান।
একইভাবে কিছুদিন আগেই এক তরুণী রিল বানানোর জন্য বিপদের সম্মুখীন হন। রান্নাঘরে গ্যাস ওভেনে জল ফুটছিল আর রিল বানানোর জন্য সেই ওভেনের পাশেই উঠে বসেন এক মহিলা। পাত্রের গায়ে হাত লেগে ফুটন্ত জলসমেত সেটি উলটে পড়ে মহিলার গায়ে। রান্নাঘরের স্ল্যাব থেকে একলাফে নেমেই দৌড় দেন এই তরুণী।