UP Highways: উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার কোখরাজ থানার অধীনে একটি জাতীয় সড়কের উপর আশ্চর্য ঘটনা। রাস্তার উপর ছড়িয়ে থাকতে দেখা যায় অজস্র টাকার নোট, নোটের বান্ডিল। আদপে একটি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা (Viral Video) ঘটেছিল এর আগে। দুষ্কৃতীরা একটি বাসে উঠে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন। আর এই সময়েই হাইওয়ের উপরে একটি ব্যাগ পড়ে যায়। আর এই ব্যাগ থেকে থোকা থোকা টাকার বান্ডিল (UP Highways) পড়ে যায় ছড়িয়ে। সারা রাস্তা জুড়ে টাকার বাণ্ডিল ছড়িয়ে পড়ে আছে ! ভিড় জমে যায় লোকের, অনেকেই সেই টাকা তুলে নিতে থাকেন।

আদপে কী ঘটেছে 

রাত সাড়ে নয়টার সময় এই ঘটনা ঘটে। বারাণসী থেকে দিল্লির উদ্দেশে একটি লাক্সারি ট্রাভেল বাস এই হাইওয়ে দিয়ে যাচ্ছিল, জয়সওয়াল ধাবার কাছে এই বাসটি দাঁড়ায়। গুজরাতের পাটান জেলার এক ব্যবসায়ী ভবেশ এই বাসের একজন যাত্রী ছিলেন। তিনি সেই বাস থেকে নামতেই তাঁকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীর মতে, তাঁর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে একটি বাইকে করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আর সেই সময়ে মাঝরাস্তায় একটি ব্যাগ পড়ে যায়। আর তারপরেই আশেপাশের লোকজন সকলে ছুটে আসে এবং টাকা কুড়োতে থাকে।

চলছে তদন্ত 

সেই ব্যবসায়ী ভবেশের মতে এই ব্যাগে কয়েক লক্ষ টাকা ছিল। কিন্তু সেই ভিড়ে সাধারণ মানুষ টাকা কুড়োনোর পরে কেবলমাত্র ৪-৫ লক্ষ টাকাই উদ্ধার করা সম্ভব হয়েছে। এই তথ্য জানার পরে কোখরাজ থানার পুলিশ ঘটনাস্থলে যান, সেই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইনস্পেক্টর সিবি মৌর্য জানিয়েছেন যে কত টাকা লুট হয়েছে তা খোঁজ নেওয়ার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে সেই দুষ্কৃতীদের শনাক্ত করার জন্য। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে এবং এই এলাকাকে সিল করে দিয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত দুষ্কৃতীদের কোনও খোঁজ পাওয়া যায়নি।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে রাত্রিবেলায়, সেই হাইওয়ের উপরে রাস্তার আলোতে মাটি থেকে খুঁজে খুঁজে টাকার বাণ্ডিল, ছড়িয়ে থাকা নোট কুড়িয়ে নিচ্ছেন মানুষজন। রাস্তার মাঝখানেই টাকার বাণ্ডিল পড়ে রয়েছে। অনেক লোকের ভিড় হয়ে যায় হঠাৎ করেই সেই রাস্তায়। কিন্তু এই ছিনতাইয়ের ঘটনা রেকর্ড হয়নি ক্যামেরায়।