নয়া দিল্লি: সাম্প্রতিক সময়ে নয়ডাতে (Noida) গৃহ পরিচারিকাদের (Domestic Help) উপর নির্যাতনের সংখ্যা বেড়ে গিয়েছে, এমনটাই রিপোর্টে উঠে এসেছে। সেই রিপোর্টের সত্যতা নিয়ে অবশ্য নানা মুনির নানা মত। তবে একটি সিসিটিভি ফুটেজ (CCTV Footage) ভাইরাল (Viral) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এই রিপোর্ট (Report) সর্বৈব মিথ্যা তা নয়।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিলাসবহুতলে বাড়ির পরিচারিকার উপর একটি নির্যাতনের দৃশ্য। টুইটারে সেই ক্লিপটি ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। সিসিটিভি ফুটেজটিতে দেখা যাচ্ছে, এক মহিলা আরেক মহিলার চুলের মুঠি ধরে তাঁকে লিফটে নিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন, জোর করে দরজা খুললেই বেরিয়ে আসবে কেউটে! বেনজির 'সিকিউরিটি' রাখলেন গৃহকর্তা
নয়ডার সেক্টর ১২১ এর Cleo County society তে এই ঘটনাটি ঘটেছে। পরিচারিকার বাবা গৃহকর্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। শেফালি কৌল নামের ওই মহিলাকে আটক করেছে পুলিশ, এমনটাই সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
নিগৃহীতা কয়েকটি সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁকে বেঁধে ঘরের কাজ করাতেন গৃহকর্ত্রী। শুধু তাই নয়, তাঁকে প্রতিদিন মারধর করতেন ওই মহিলা। টুইটারে এই ভিডিও আসতেই এক নেটিজেন বলেন, "এত খারাপ ঘটনা এটি। অবিলম্বে এর যথাযথ শাস্তি হোক। যাতে কেউ এমন কাজ করার আগে দু'বার ভাবে।"