Viral Video: চরম ঠান্ডায় কেউ যদি আপনার গায়ে জল ছিটিয়ে দেয় তাহলে ঠিক কী অনুভূতি হবে আপনার? নিশ্চিত রেগে যাবেন আপনি। তবে সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা দেখে হতবাক সকলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রেল স্টেশনে শুয়ে থাকা ব্যক্তিদের উপর নির্দ্বিধায় মগে করে জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য হল ওই ব্যক্তিদের ঘুম থেকে তুলে জায়গা খালি করা এবং স্টেশন পরিষ্কার করা। লখনউয়ের চারবাগ রেল স্টেশনে ঘটেছে এই কাণ্ড। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে যারপরনাই বিরক্ত নেটিজেনরা। লখনউয়ের চারবাগ রেল স্টেশনের ৮ এবং ৯ নম্বর প্ল্যাটফর্মে ঘটেছে এই ঘটনা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে এই কাণ্ডের ভিডিও। 


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, প্ল্যাটফর্মে শুয়ে থাকা ব্যক্তিদের মধ্যে শীতের রাতে নির্বিকাল ভাবে জল ছিটিয়ে দিচ্ছেন সাফাই কর্মীরা। এমনিতে আমাদের দেশের বেশিরভাগ রেল স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা কেমন তা নিয়ে আলোচনা না করাই শ্রেয়। সেখানে এই রেল স্টেশনে সাফাই কর্মীরা হঠাৎ কেন এত তৎপর হয়ে উঠলেন, তা নিয়েই প্রশ্ন তুলছেন। শীতকালে মাঝরাতে এরকম অমানবিক আচরণ কেউ কীভাবে করতে পারে, এই প্রশ্ন তুলেও উষ্মা প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। অনেকে আবার এও বলেছেন, সাফাই কর্মীদের শুধু দোষ দিয়ে লাভ নেই। ওনারা শুধু চাকরি করেন। নিশ্চিত উপরমহল থেকে নির্দেশ ছিল এ হেন কাজ করার। তাই নিজেদের কাজ করেছেন ওই সাফাই কর্মীরা। 



তবে যাই হোক না কেন এভাবে প্ল্যাটফর্মে শুয়ে থাকা ব্যক্তিদের উপর জল ছিটিয়ে দেওয়ার কাজ মোটেই ক্ষমাযোগ্য নয়। উপযুক্ত শাস্তির দাবিও তুলেছেন নেটিজেনদের অনেকেই। প্রতিটি রেল স্টেশনেই বিশেষ করে বড় রেল স্টেশনগুলিতে অনেক যাত্রীকেই ট্রেনের জন্য রাতভর অপেক্ষা করতে হয়। হয়তো খুব ভোরে ট্রেন। সকালে বাড়ি থেকে এসে ট্রেন ধরা সম্ভব নয় কোনওভাবেই। এইসব যাত্রীরা আগেভাগেই চলে আসেন স্টেশনে। তারপর প্ল্যাটফর্মে ঘুমিয়ে কাটিয়ে দেন। আবার অনেক ট্রেন স্টেশনে আসেই বহু রাতে। তখন সব যাত্রীর পক্ষে ট্রেন থেকে নেমে বাকি গন্তব্যে পৌঁছনো সম্ভব হয় না। সেক্ষেত্রেও রাতের মতো আশ্রয়ের স্থান রেল স্টেশনের প্ল্যাটফর্ম। সেখানেই যদি যাত্রীদের সঙ্গে এরকম অভব্য আচরণ করা হয়, তাহলে তার প্রতিবাদ অতি অবশ্যই হওয়া উচিত। 


আরও পড়ুন- সিংহকে আদর পোষ্য বিড়ালের মতো, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।