Viral Video: জেন-আলফাদের ভাষা বুঝতে পারা বড় দায়। অদ্ভুত সব ইংরেজি শব্দ, যা হয়তো কোনওকালে শোনেননি আপনি, বেশিরভাগ সময়ে সেই ভাষাতেই কথা বলে জেন-আলফা, অর্থাৎ এই নতুন প্রজন্মের সদস্যরা। তবে এবার সোশ্যাল মিডিয়ায় নিজের 'জেন-আলফা' মেয়ের জন্য বিশেষ বার্তা দিয়ে 'কুলেস্ট ড্যাড'- এর খেতাব জিতে নিয়েছেন এক ব্যক্তি। পেশায় তিনি পাইলট। নাম গুরদিশ সিং। ইন্ডিগোর বিমানের পাইলট তিনি। বাবার বিমানেই সফর করছে তাঁর মেয়ে। ক্লাস সিক্সে পড়ে সে। বন্ধুদের সঙ্গে যাচ্ছে স্কুলের ট্রিপে। সঙ্গে রয়েছেন তাঁদের শিক্ষক-শিক্ষিকারাও।
মেয়েকে সারপ্রাইজ দেবেন বলে প্ল্যান করেছেন পাইলট বাবা। মেয়ে কিন্তু মোটেই জানে না, বিমানের পাইলট তারই বাবা। উড়ানের আগে পাইলট নিজে আসেন যাত্রীদের সঙ্গে কথা বলতে। প্রথমে বিমানের যাত্রীদের উদ্দেশেই কথা বলেন তিনি। সেই সঙ্গে এও জানান যে, এই বিমানে তাঁর মেয়ে সফর করছে যে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। বন্ধুদের সঙ্গে স্কুল থেকে বেড়াতে যাচ্ছে ওই ছোট্ট মেয়ে। দায়িত্বে রয়েছেন তাঁদের শিক্ষক, শিক্ষিকারা। উড়ানের আগে পাইলট গুরদিশ সিং জানান, মুম্বই থেকে নাগপুর যাবে বিমানটি। মেয়ের কথা জানাতে গিয়ে পাইলট বাবা বলেন, 'আমার ছোট্ট রাজকন্যা, আমার মেয়ে এই বিমানে সফর করছে তার স্কুলের বন্ধুদের সঙ্গে। ওকে সারপ্রাইজ দেব ভেবেছি।'
দেখে নিন, জেন-আলফা মেয়েকে বিমানে কী বার্তা দিলেন পাইলট বাবা, রইল ভাইরাল ইনস্টাগ্রাম ভিডিও
মেয়েকে একজন জেন-আলফা হিসেবেই নিজের বিমানে স্বাগত জানিয়েছেন পাইলট বাবা। সেই সঙ্গে নিজের বার্তার শেষে এও বলেছেন, মেয়ে যেন লক্ষী হয়ে থাকে, কারণ তার বাবা-ই বিমান চালাবেন। মেয়ের প্রতি বাবাদের ভালবাসা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে জেন-আলফা মেয়ের জন্য পাইলট বাবা যে সেইসব বিশেষ ভাষা শিখে বার্তা দিয়েছেন, এটা বেশ নতুন ব্যাপার। ইনস্টাগ্রামের ওই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। প্রচুর মানুষের ভালবাসা পেয়েছে ওই ভিডিওটি। নেটিজেনদের লাইক, কমেন্টে ট্রেন্ডিংয়ে রয়েছে এই ইনস্টাগ্রাম ভিডিও। পাইলট গুরদিশ সিং এখন নেটিজেনদের চোখে 'কুলেস্ট ড্যাড'।