Viral Video: সোশ্যাল মিডিয়ায় সাপেদের (Snake Video) বিভিন্ন ভয়ঙ্কর ভিডিও ভাইরাল (Viral Video) হয়। এইসব ভিডিও দেখলে যে কেউ শিউরে উঠতে বাধ্য হবেন। তেমনই একটি ভিডিও এবার ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে (Instagram)। সেখানে দেখা গিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যে একটা গোটা হরিণ গিলে খেয়েছে একটি পাইথন। এমনিতেও শিকার ধরার ব্যাপারে পাইথনরা ভয়ঙ্কর। হয় তারা গিলে গোটা শিকার খেয়ে নেয়। নয়তো পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে শিকার। একবার পাইথনের নিশানায় পড়লে প্রাণ বাঁচিয়ে ফেরা কার্যত অসম্ভব। এক্ষেত্রেও বেঘোরে মারা গিয়েছে একটি নিরীহ হরিণ।


দেখে নিন সেই ভাইরাল ভিডিও


 






ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। সকলেই একবাক্যে শিকার করেছেন আতঙ্ক ধরিয়ে দিচ্ছে এই ভিডিও। নেটিজেনদের অনেকে আবার বলেছেন ভয়ে আতঙ্কে ঘেন্নায় এই ভিডিও পুরোটা দেখেই উঠতে পারেননি তাঁরা। ক্রমশ এই ভিডিওর লাইক, কমেন্ট, ভিউয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যখন পাইথনটি হরিণটিকে গিলে খাচ্ছিল তখন তার পাশেই দাঁড়িয়ে ছিলেন কয়েকজন। তাঁদের মধ্যে একজনকে আবার পাইথনের গায়ে হাত দিতেও দেখা গিয়েছে।


নেটিজেনদের অনেকে বলেছেন এই পাইথনটি একটি বার্মিজ পাইথন। অর্থাৎ এটি মায়ানমারের পাইথন যা আকার আয়তনে সুবিশাল হল। বিশ্বের সবচেয়ে বড় সাপ হয় এই বার্মিজ পাইথন। ভাইরাল ভিডিওতেও সাপটির আকার আয়তনের নমুনা দেখা গিয়েছে। গায়ের রোম খাড়া করে দেওয়ার মতো এই ভাইরাল ভিডিও। জানা গিয়েছে এই বার্মিজ পাইথন জাতীয় সাপ তাদের শিকারকে এপঁচিয়ে শ্বাসরুদ্ধ করে অবশ করে এবং মেরে ফেলে। এদের চোয়ালে এমন লিগামেন্ট থাকে যা অনেকটা প্রসারিত হতে পারে। এর ফলে অনায়াসেই শিকারকে গোটা গিলে খাওয়ার ক্ষমতা রাখে এই বার্মিজ পাইথনরা। মূলত এই সাপেরা মাংশাসী হয়। সাধারণত ছোট স্তন্যপায়ী প্রাণী বা পাখিরাই এদের শিকার হয়। তবে অনেকসময় শূকর বা ছাগলকেও শিকার হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে রেয়াত করে না এই সুবিশাল সাপেরা। এমনকি অ্যালিগেটর অর্থাৎ তুলনায় ছোট আকারের কুমিরদেরও আক্রমণ করে এরা এবং খেয়েও নেয়।


আরও পড়ুন- বিয়ের আসরে চোখের ইশারায় কথা, বর-কনের খুনসুটিতে মজেছে নেট দুনিয়াও