নয়া দিল্লি: কোটা কেবল দেশের একটি শহর নয়। এর পরিচিতি রয়েছে আরেকটি বিষয়ে। কোটা হল সেই এলাকা, যেখানে পড়ুয়ারা ছোট থেকেই আইআইটি-জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিতে শুরু করেন। আর সেই জন্য শহরের আনাচে কানাচে একাধিক প্রিমিয়ার ইনস্টিটিউশন গড়ে উঠেছে। যারা রীতিমতো গ্যারেন্টি দেন আইআইটিতে সিট পাওয়ার।             


আর সেই শহরে এমন এক ঘটনা ঘটেছে যা নিয়ে নেটপাড়ায় কমেন্টের ঝড়। এক ট্যুইটার ইউজার একটি ছবি শেয়ার করেছেন। তিনি লেখেন, কোটা স্টেশনে কচুরি খেতে গিয়ে এক আজব ঘটনার সম্মুখীন হয়েছেন। কচুরি খেতে গিয়ে বিষমও খেয়ে ফেলেছিলেন তিনি। ওই মহিলা দেখেন, কচুরি যে প্লেটে দিয়েছে তা হল রসায়নের একটি প্রশ্নের পেপার। 


এই ছবিটি ট্যুইটারে রীতিমতো ভাইরাল হয়েছে। এক ইউজার মজা করেই লিখেছেন যে, কোটা এমন জায়গা যেখানে কচুরি খেতে গেলেও পড়াশোনা করতে হবে। 






ইতিমধ্যেই এই পোস্টটি প্রায় ১ লক্ষের বেশি ভিউজ হয়েছে। যদিও এই ঘটনা নতুন কিছু নয়। অনেক সময়ই দেখা যায় যে ফেলা দেওয়া বই, খাতা থেকে পাতা নিয়ে তা দোকানে দোকানে বিক্রি হয়। আর সেই পাতায় খাবার সার্ভও করা হয়।                                                               


আরও পড়ুন, ছেলের বিয়েতে 'ট্যুইস্ট' নাচ বাবার! শ্বশুরের এমন ডান্স দেখে হেসে গড়াল আমন্ত্রিতরা


যদিও অনেকে মজা করেই এই প্রশ্নপত্রটি সমাধানও করতে বসেছেন। আরেক ব্যবহারকারীর কথায়, কোটাতে কেবল কচুরি নয়, পানিপুরি খেতে গেলে পদার্থবিদ্যার পেপারে তা সার্ভ করা হয়।