কলকাতা: টয়লেটকে অনেকেই শান্তির জায়গা বলে মনে করেন। সেখানে কোনও ঝামেলা তর্কাতর্কি নেই। নেই রাজ্য়, দেশের রাজনীতির প্রবেশ। নিজের মনে নিজের কাজ করা যায় বলেই অনেক পছন্দ করেন টয়লেট। এই টয়লেটকে একটু বিশেষ যত্ন নিয়েই সাজানো স্বাভাবিক। কিন্তু তার জন্য কত খরচ করা যায় ? একটা আন্দাজ ? আপনার আন্দাজকে টপকে যেতে পারে বিশ্বের কিছু টয়লেট। কোটি কোটি টাকা দিয়ে সেই টয়লেটগুলি তৈরি। টয়লেটের চেহারাও তেমন। চোখ রীতিমতো ছানাবড়া হওয়ার জোগাড়। 


ড্যাগোবার্ট উডেন টয়লেট (Dagobert Wooden Toilet) - কম দাম থেকেই শুরু করা যাক। এই টয়লেট ফ্রান্সের মেরোভিঞ্জিয়ান বংশের শেষ রাজা ড্যাগোবার্টের। কাঠের তৈরি পাঁচ ফুট লম্বা কমোডে সবরকম সুবিধাই পাবেন। অ্যাশ ট্রে, মোমদানি, এমনকি গান শোনার ব্যবস্থাও রয়েছে। দাম প্রায় ১৪ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা।


সারোভস্কি স্টাডেড টয়লেট (Swarovski studded toilet) - মণিমুক্তোর মতন পাথর দিয়ে মোড়ানো এই কমোডটি। দেখলে বসে করতে ইচ্ছে করবে কি না সন্দেহ রয়েছে। বসলেও প্রতিবার ঝকঝকে তকতকে করে রাখতে ইচ্ছে করবে। এটি জামাল রাইট তাঁর স্টুডিয়োতে তৈরি করেন। দাম ৭৫ হাজার ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬২ লাখ টাকা।


মুন রিভার আর্ট পার্ক টয়লেট (Moon River Art Park Toilet) -  মানুষের তৈরি একটি গুহার মধ্যে এই টয়লেট। তবে এটি সাংহাইয়ের মুন রিভার আর্ট পার্কে। সেখানে টিকিট কেটে মানুষ টয়লেটটি দেখতে যান। ঢোকার আগে অবশ্য ২ ঘন্টা দাঁড়াতেও হয়! এর দাম আগেরটির দশ গুণ। সাত লাখ ৫০ হাজার ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬.২ কোটি টাকা।


হ্যাং ফুং গোল্ড টয়লেট (Hang Fung Gold Toilet) - একেবারে খাঁটি সোনা দিয়ে তৈরি কমোড। দেখলে কিছু করার বদলে মাথায় করে রাখার ইচ্ছেও হতে পারে। হ্যাং ফুং গোল্ড টেকনোলজি গ্রুপ এি কমোড তৈরি করেন। তবে আপাতত দর্শকদের দেখার জন্য়ই এটি সাজিয়ে রাখা রয়েছে। কেউ এটি বাড়ি নিয়ে যেতে চাইলে ৫ মিলিয়ন ডলার গুনতে হবে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় সাড়ে ৪১ কোটি টাকা।


আন্তর্জাতিক স্পেস স্টেশন টয়লেট  (International Space Station Toilet) - ধরাছোঁয়ার বাইরে দাম। কারণ টয়লেটটি মহাকাশের স্পেস স্টেশনে। ২০০৮ সালে রাশিয়া এই টয়লেট বানায়। এই টয়লেটটির নিচে একটি যন্ত্র রয়েছে। যা সব বর্জ্য পদার্থ শুষে নেয়। পাশাপাশি বর্জ্য পদার্থ থেকে সব জল টেনে বার করে ফেলে। দাম ১৯ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৫৮ কোটি টাকা।


আরও পড়ুন - World’s Largest Snake: দোতলার বেশি লম্বা ! বিশ্বের বৃহত্তম সাপের খোঁজ আমাজনে, দেখুন ভিডিয়ো