কলকাতা: ৭০০ টি চূড়ান্ত বিলাসবহুল গাড়ি। ৮টা ব্যক্তিগত বিমান, চার হাজার কোটি টাকার প্রাসাদ। এখানেই শেষ নয়, বিশ্বের মোট খনিজ তেল রিজার্ভের (Oil Reserve) ৬ শতাংশের মালিকানা- সেটাও রয়েছে এই পরিবারের হাতে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, যে পরিবারের হাতে রয়েছে এত সম্পদ সেই পরিবার সংযুক্ত আরব আমিরশাহির আল নায়হান রাজ পরিবার। এই পরিবারের প্রধান শেখ মহম্মদ বিন জায়েদ আল নায়হান (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট। 


শেখ মহম্মদ বিন জায়েদ আল নায়হান তাঁর নামের আদ্যক্ষরগুলি মিলিয়ে MBZ নামেও পরিচিত। আল নায়হান পরিবারের প্রধান MBZ-এর ১৮ জন ভাই ও ১১ জন বোন আছেন। তাঁর নয়জন সন্তান এবং ১৮ জন নাতি-নাতনি। এত বড় পরিবারের সম্পত্তিও বিপুল। কিছু কিছু সূত্রে দাবি করা হয় আল নায়হান রাজ পরিবার নাকি বিশ্বের সবচেয়ে বিত্তশালী পরিবার।


সম্পত্তির খতিয়ান:
প্রেসিডেন্সিয়াল প্যালেস বা যেই প্রাসাদে এই নায়হান পরিবার থাকে তার বাজারমূল্য নাকি ৪০০০ কোটি টাকারও বেশি। আয়তনে সেটা নাকি ৩টে পেন্টাগনের সমান।


এই পরিবারে মূল সম্পদ লুকিয়ে মাটির তলায়। বিশ্বের ৬ শতাংশ খনিজ তেল রিজার্ভের মালিক এই পরিবার।


শুধু তাই নয়, ইউরোপের বিখ্যাত ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) মালিকও এই পরিবার।  


একাধিক বৃহৎ সংস্থার অন্যতম শেয়ার হোল্ডারও এরা। এগুলির মধ্যে রয়েছে রিহানার প্রসাধনী ব্র্যান্ড Fenty, এলন মাস্কের Space X


MBZ-এর ছোট ভাই শেখ হামাদ বিন হামদান আল নায়হানের সংগ্রহে রয়েছে ৭০০টি বিলাসবহুল গাড়ি। সেই তালিকায় রয়েছে Mercedes-Benz CLK GTR, রয়েছে ১ টি Ferrari 599XX, ১টি McLaren MC12, ১টি amborghini Reventon, পাঁচ-পাঁচটি Bugatti Veyrons. ওই তালিকায় রয়েছে বিশ্বের সবচেয়ে বড় SUV


বাড়ি নয় প্রাসাদ!
আবুধাবিতে Qasr Al-Watan প্রেসিডেন্সিয়াল প্যালেসে থাকে এই পরিবার। ৯৪ একর জমির উপর তৈরি এটি। সাড়ে তিন লক্ষ ক্রিস্টাল দিয়ে তৈরি একটি ঝাড়বাতি এবং অসংখ্য প্রাচীন প্রত্নসামগ্রী রয়েছে এই প্রাসাদে। এছাড়াও সংযুক্ত আরব আমিরশাহিতে এই পরিবারের একাধিক প্রাসাদ রয়েছে।


 






MBZ-এর ভাই তাহনুন বিন জায়েদ আল নায়হান এই পরিবারের লগ্নি সংস্থার প্রধান। গত পাঁচ বছরে ২৮০০০ গুণ বেড়েছে এই সংস্থার আর্থিক মূল্য। এখন এর ভ্যালুয়েশন ২৩৫ বিলিয়ন মার্কিন ডলার। কৃষি, শক্তি, বিনোদন, সমুদ্রপথে বাণিজ্য়ে এর বিনিয়োগ রয়েছে।


শুধু আরব আমিরশাহি নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় এই পরিবারের বিপুল সম্পত্তি রয়েছে। 


২০১৫ সালের New Yorker ম্যাগাজিন এর একটি রিপোর্ট অনুযায়ী আল নায়হান পরিবারের সম্পদ নাকি ব্রিটিশ রাজ পরিবারের সম্পদের সমতুল্য।


২০০৮ সালে MBZ-এর আবু ধাবি ইউনাউটেড গ্রুপ ২১২২ কোটি টাকায় ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাব কিনেছিল। সিটি ফুটবল গ্রুপের ৮১ শতাংশ মালিকানাও এই পরিবারের হাতে। সিটি ফুটবল গ্রুপ পরিচালনা করে ম্যাঞ্চেস্টার সিটি, মুম্বই সিটি, মেলবোর্ন সিটি এবং নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাব।


আরও পড়ুন:  আকাশে উড়ছে জ্বলন্ত বিমান! দৃশ্য দেখে ভয়ে কাঁটা