Saloni Srivastava: জনপ্রিয় এডটেক উদ্যোগপতি এবং লাইফস্টাইল কনটেন্ট ক্রিয়েটর সালোনি শ্রীবাস্তব তার জীবনের এক বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন সম্প্রতি। এই ইউটিউবারের অনুরাগীর সংখ্যা প্রায় ৪ লক্ষ। সম্প্রতি তিনি তার অনুরাগীদের উদ্দেশ্যে (Saloni Srivastava) জানান যে বহু বছর ধরে শারীরিক যন্ত্রণাভোগের পরে বাধ্য হয়ে তিনি তার জরায়ু অস্ত্রোপচার করে বাদ দিয়েছেন, একে চিকিৎসার পরিভাষায় হিস্টেরেক্টোমি (Uterus Removal Surgery) বলা হয়। সাম্প্রতিক একটি ইউটিউব (Youtuber) ভিডিয়োতে, সালোনি নিজের এই সিদ্ধান্তের কথা জানান এবং বিস্তারিত বলেন যে ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই চরম সিদ্ধান্ত নিতে হল তাঁকে।


এক রাতের মধ্যে এই সিদ্ধান্ত নেননি সালোনি শ্রীবাস্তব। তিনি জানান যে দীর্ঘ বছর ধরে এই যন্ত্রণা তাঁকে ভোগ করতে হয়েছে। আর তারপরেই এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সালোনি জানান, 'আমি এর আগেও বলেছি যে আমার পিরিয়ডস অনিয়মিত হয়ে পড়েছে। আমি এক মাসে ১০ দিন মাত্র নিজের মত বাঁচি আর বাকি ২০ দিন চলে যাবে পিরিয়ডের যন্ত্রণা ভোগ করতে করতেই। এভাবে জীবন কাটাতে গিয়ে আমি হাঁপিয়ে উঠছিলাম। তিনি আরও ব্যাখ্যা করে বলেন যে কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থা খারাপ হতে যাচ্ছিল। তার কথায়, 'আমার প্রথম পিরিয়ডস হওয়ার কয়েক বছর পর থেকেই অত্যন্ত বেদনাদায়ক হয়ে উঠেছিল বিষয়টা। তারপর থেকেই পিরিয়ডসের সঙ্গে অসহ্য যন্ত্রণা হয়। কিন্তু আমাকে স্বাভাবিকের মতই আচরণ করতে হত, বুঝতে হত যে অন্যদের সঙ্গেও একই জিনিস ঘটে'। আর ৩০ বছর বয়সে এসে সমস্ত বিষয়টাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।



সালোনি জানান, 'আমার যে পরিমাণ রক্তপাত হত, তার এতটাই ব্যাপক ছিল যে আমার অ্যানিমিয়া হয়ে যায়। আমার কখনই সুস্থবোধ হত না। সমস্ত ডাক্তারদের সঙ্গে কথা বলেও কোনো সুরাহা হয়নি। পরে একটি আল্ট্রাসাউন্ড করা হলে ধরা পড়ে যে তার জরায়ুতে বেশ কিছু ফাইব্রয়েডস রয়েছে যা ক্রমেই বেড়ে চলেছে এবং সেই কারণেই যন্ত্রণা হচ্ছে। অনেকে আমাকে এও বলেছিলেন যে সন্তানের জন্ম না দিলে কিছু করার নেই। আমার মনে হয়েছিল যে সন্তানের জন্মই হল না, তাকেই আমার জীবনের মানের থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমার মনে হল আমি হেরে যাচ্ছি।' আর এই ঘটনার পরেই জরায়ু কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন সালোনি শ্রীবাস্তব।  


আরও পড়ুন: PM Kisan Installment Date : পিএম কিষাণের টাকা ঢুকবে এই দিন, ঘোষণা হল তারিখ, এভাবে দেখুন স্ট্যাটাস