করোনা আবহে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার থেকে ১৩ তারিখ পর্যন্ত এবিপি আনন্দে সম্প্রচারিত হচ্ছে লাইভ ক্লাসরুম। বেলা ৩টে থেকে একঘণ্টা এই অনুষ্ঠান। প্রতিদিন বিভিন্ন বিষয়ে ক্লাস করাচ্ছেন শিক্ষকরা।
আজকে হল অঙ্কের ক্লাস। এর আগে জীবন বিজ্ঞান ও অ্যাকাউন্টেন্সির অনলাইন ক্লাস হয়েছে। আজ অঙ্কের ক্লাস হল। লকডাউন উঠলেই যুদ্ধকালীন তৎপরতায় মাধ্যমিকের রেজাল্ট, এবিপি আনন্দে জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
এবিপি আনন্দে সরাসরি এই ক্লাসরুমে নিজেদের প্রশ্ন রাখতে পারছে পড়ুয়ারা। সেজন্য নির্দিষ্ট ফোন নম্বর রয়েছে। যেদিন যে বিষয় নিয়ে অনুষ্ঠান, তার আগের দিন সন্ধে ৬টা পর্যন্ত সেই বিষয়ের প্রশ্ন পাঠানো যাবে। পড়ুয়ারা নিজেদের নাম, ক্লাস, বিষয়, স্কুলের নাম এবং জেলার নাম উল্লেখ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল করতে পারে।
হোয়াটসঅ্যাপ নম্বর হল - ৯৭৪৮২১৭২০১
ইমেল আইডি - bsclassroom2020@gmail.com
লকডাউনের মধ্যে পড়ুয়াদের শিক্ষাদান যাতে ব্যাহত না হয়, সে জন্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, অভিভাবক থেকে পড়ুয়া, সকলেই। শিক্ষা দফতরের সিদ্ধান্ত অনুযায়ী, ৭ তারিখ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ইংরেজি ক্লাস নেওয়া হয়েছে। গতকাল ৮ তারিখ বুধবার মাধ্যমিকের জীবন বিজ্ঞান ও উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য অ্যাকাউন্টেসি। আজ মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণির গণিত, আগামীকাল ১০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বাংলা পড়াবেন শিক্ষকরা। ১১-য় মাধ্যমিকের ভৌতবিজ্ঞান এবং উচ্চমাধ্যমিকের ফিজিক্স ও ১২-য় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ইতিহাস পড়ানো হবে। শেষদিন অর্থাৎ ১৩ এপ্রিল মাধ্যমিকের ভূগোল এবং উচ্চমাধ্যমিকের অর্থনীতি পড়াবেন শিক্ষকরা।