সপ্তাহের দ্বিতীয় লকডাউনে ড্রোনে নজরদারি, কড়া পুলিশ, প্রায় জনহীন রাস্তা
লকডাউন বিধি মানা হচ্ছে কিনা তা দেখতে আজ সকাল সাড়ে ৮টা নাগাদ গড়িয়াহাটে ড্রোন ওড়াল পুলিশ। আশপাশের গলি, এলাকায় নজরদারি চালাতে ব্যবহার করা হয় ড্রোন। উপস্থিত কলকাতা পুলিশের আধিকরিকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলকডাউন বিধি অমান্য করে রাস্তায় বেরোনোয় আজ সকাল ৮টা নাগাদ বাগুইআটি থানার পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে। ওই এলাকায় লকডাউন কার্যকর করার জন্য রাস্তায় রাস্তায় চলছে পুলিশের টহল। পুলিশ সূত্রে খবর, সকালের দিকে কেষ্টপুর, বাগুইআটি , জোড়ামন্দির এলাকায় কয়েকটি দোকানপাট খোলা ছিল। কিছু লোকজনও রাস্তায় বেরিয়েছিলেন। যাঁরা পুলিশকে বাইরে বেরনোর উপযুক্ত কারণ দেখাতে পারেননি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ।
লকডাউনের দ্বিতীয় দিনে বন্ধ কলকাতা বিমানবন্দর। কলকাতা ও বাগডোগরা থেকে বন্ধ উড়ান। বিমানবন্দর সূত্রে খবর, আগামী বুধবার এর পরের লকডাউনের দিনও বন্ধ থাকবে উড়ান। এর আগে সাপ্তাহিক লকডাউন পর্ব শুরু হওয়ার পর বৃহস্পতিবার যদিও কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা চালু ছিল।
গাড়িশূন্য দ্বিতীয় হুগলি সেতু। সপ্তাহের দ্বিতীয় লকডাউনের দিনের ছবি।
রাসবিহারীতে গাড়ি আটকে পুলিশের জিজ্ঞাসাবাদ।
সপ্তাহের দ্বিতীয় লকডাউনের দিনে সুনসান রাস্তাঘাট। চেনা শহরের অচেনা ছবি।
বাইক আরোহীদের জিগ্যেস করা হচ্ছে তাঁদের গন্তব্য ও বেরনোর কারণ।
যথাযথ কারণ দর্শাতে না পারলে রাস্তা থেকে পাঠানো হচ্ছে বাড়ি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -