কাল গণেশ পুজো: কখন দেবেন পুজো? বাড়িতে কীভাবে বন্দনা? ডিজিট্যাল-অঞ্জলি দিতে চান?
আলোকচিত্রীদের আবদার রাখতে মাস্ক নামিয়েই দিলেন পোজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগণেশ মূর্তি বাড়িতে নিয়ে গেলেন অভিনেতা নীল নীতিন মুকেশ।
মুখে মাস্ক, হাতে গ্লাভস। শিল্পার গণেশ বন্দনার প্রথম ঝলক মিলল এভাবেই। গণেশ মূর্তির মুখ চেলিতে ঢাকা। পুজোর দিনই মুখ খোলা নিয়ম।
করোনা আবহে নিজে হাতেই গণেশ মূর্তি নিজের বাড়ি নিয়ে গেলেন অভিনেত্রী শিল্পা শেট্টি।
শুধু এই পুজোটিই নয়, কলকাতায় বিভিন্ন বাড়ির পুজোতেও এবার আমন্ত্রিত কম। গণেশ বন্দনার লাইভ ফেসবুক ইনস্টাগ্রাম মারফত পৌঁছে যাবে ইচ্ছুক দর্শকদের কাছে। অনলাইনেই দেওয়া যাবে অঞ্জলি।
থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। বিশ্বের যে কোন প্রান্ত থেকে সামিল হওয়া যাবে এই ডিজিটাল গণেশ উৎসবে।
শনিবার এই ডিজিটাল গণেশ পুজো দেখা যাবে কর্তৃপক্ষের ফেসবুক পেজে। ঘরে বসেই প্রতিমা দর্শন। দেওয়া যাবে অঞ্জলি।
উদ্যোগের নেপথ্যে বিধাননগর গণেশ চতুর্থী মহোৎসব। এবার এই পুজোর ১১ তম বর্ষ। করোনা আবহে, ১১ তম বছরে পুজোর থিম গৃহকোণে গণপতি।
করোনা সতর্কতায় এবার কলকাতায় অনলাইনে সিদ্ধিদাতার পুজোর আয়োজন। উদ্যোগের নেপথ্যে বিধাননগর গণেশ চতুর্থী মহোৎসব।
বুকিং করলে বাড়িতেই পৌঁছে যাবে সিদ্ধিদাতার প্রসাদ।
বাড়িতে পুজো করবেন? তাহলে জেনে রাখুন, ষোড়শপচারে গণেশ আরাধনা করাই রীতি। ১৬টি রীতির নামই ষোড়শপচার। এরপর ২১টি দূর্বা ঘাস, ২১টি মোদক ও লাল ফুল গণেশের সামনে সাজিয়ে রাখতে হয়। মূর্তির মাথায় আঁকতে হয় লাল চন্দনের টিকা। এরপর গণেশ মূর্তির সামনে নারকেল ভেঙে অশুভ শক্তিকে দূর করতে হয়। তারপর গণেশের ১০৮ নাম জপ করতে হয়।
আগামীকাল গণেশপুজো। পশ্চিমবঙ্গেও ঘরে ঘরে চলছে গণেশবন্দনার প্রস্তুতি। তবে করোনা আবহে এবার দেশজুড়েই গণপতি বন্দনার ছবিটা একদম অন্যরকম। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। বিশ্বের যে কোন প্রান্ত থেকে সামিল হওয়া যাবে এই ডিজিটাল গণেশ উৎসবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -