নোনাজলে মাখামাখি মা-ছেলের 'সহজ' সম্পর্ক, পুরীর সমুদ্রতটে খেলায় মাতলেন প্রিয়ঙ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Dec 2020 01:29 AM (IST)
1
এবিপি আনন্দে দেখুন, প্রিয়ঙ্কার সমুদ্র ভ্রমণের এক্সক্লুসিভ সব ছবি।
2
আর সেখানেই নোনাজলে মাখামাখি মা ছেলের মিষ্টি এই সম্পর্ক।
3
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই বোধহয় পুরীর কোনও নির্জন সমুদ্রতট বেছেছিলেন প্রিয়ঙ্কা।
4
শুধু তাই নয়, নাচের দিকেও নাকি ঝোঁক রয়েছে তার।
5
পড়াশোনার পাশাপাশি আঁকতে খুব ভালোবাসে সহজ।
6
ছেলের সঙ্গে পাল্লা দিয়ে প্রিয়ঙ্কা যেন অষ্টাদশী তরুণী। মেতে উঠলেন খেলায়।
7
কখন মায়ের কোলে চেপে হাসিতে উচ্ছল আবার কখনও সমুদ্রের ঢেউয়ের সঙ্গে খেলায় মাতল একরত্তি।
8
জন্মদিনে ছোট্ট ছেলেকে নিয়ে পুরীর সমু্দ্রতটে প্রিয়ঙ্কা। জন্মদিনে নায়িকার গোটা দিনটা জুড়েই থাকল সহজ
9
গতকালই সদ্য ৭ বছরে পা দিয়েছে সহজ। অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারের একমাত্র সন্তান।