হাজির চকলেট কেক, মোমবাতিতে ফুঁ দিয়ে চল্লিশে স্বস্তিকা, এক্সক্লুসিভ ছবি এবিপি আনন্দে
রবিবার চল্লিশে পা দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সারাদিন ধরে ভাসলেন শুভেচ্ছাবার্তায়। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে তাঁর ওয়েবসিরিজ “চরিত্রহীন ৩”। ছিল প্রচারের ব্যস্ততা। তারই মাঝে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করলেন স্বস্তিকা। এবিপি আনন্দে রইল জন্মদিন উদযাপনের এক্সক্লুসিভ ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার এসভিএফ এর অফিসেই মোমবাতিতে ফুঁ দিয়ে জন্মদিন পালন করলেন চরিত্রহীন এর রাবেয়া। উপস্থিত ছিলেন ওয়েব সিরিজের বাকি সদস্যরাও।
বয়স তাঁরা কাছে সংখ্যা মাত্র। ৪০-এ পা রেখেও অষ্টাদশী যুবতীর মতোই উচ্ছল, প্রাণবন্ত নায়িকা। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন।
সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশের আগে কুকুরছানাদের সঙ্গে দুষ্টুমি-খুনসুটির একটি ভিডিও শেয়ার করেছেন স্বস্তিকা। সেখানেও অভিনেত্রীর স্পষ্ট ভাষ্য, ‘হ্যাপি বার্থডে টু মি।’ সঙ্গে চুমুর ইমোজি। মানে দাঁড়াচ্ছে, বিশেষ দিনে নিজেকে ভালোবাসার বিশেষ বার্তাই দিলেন স্বস্তিকা।
নিজের মতো করেই জীবন কাটাতে পছন্দ করেন। আর জন্মদিনে আর কাউকে নয়, নিজেকেই আরও আরও প্রেমে ভরিয়ে দেওয়ার অঙ্গীকার করলেন।
সম্পর্ক, প্রেম, বিবাহ, স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়ে বারবার চর্চা হয়েছে। নিজেকে বরাবরই স্পষ্টবাদী হিসাবে তুলে ধরতে পছন্দ করেন প্রয়াত সন্তু মুখোপাধ্যায়ের কন্যা। তবে খোলামেলা মত প্রকাশের জন্য বারবার তাঁকে ঘিরে বিতর্কও হয়েছে। যদিও তাতে স্বস্তিকা বড় একটা ভ্রুক্ষেপ করেননি।
স্বস্তিকা লিখেছেন, “আমার মস্তিষ্কে বিশৃঙ্খলা, যেন একটা ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে, হৃদয়ে স্বর্গ, আর কোলে কুকুরছানা (যারা যে কোনওদিন কোনও মানুষের চেয়ে ঢের ভাল)। আমি চল্লিশে পা দিলাম। শুভ জন্মদিন এসএম (স্বস্তিকা মুখোপাধ্যায়।) কথা দিচ্ছি, তোমাকে আরও বেশি করে ভালবাসব।”
রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। কোলে এক ঝাঁক কুকুরছানা নিয়ে আদর করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তার সঙ্গেই মজার ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী।
চল্লিশে পা দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। রবিবার তাঁর জন্মদিন। তবে চল্লিশে চালসের কোনও লক্ষণই নেই। বরং অভিনেত্রী যেন আরও সবুজ। আরও কাঁচা। আরও প্রেমের প্রতিশ্রুতি দিলেন!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -