দুবাইতে গিয়ে হঠাৎ দেখা, সৌরভের সঙ্গে জমিয়ে মধ্যাহ্ন ভোজ সারলেন দেব-রুক্মিণী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Oct 2020 01:24 PM (IST)
1
সম্প্রতি মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্র অভিনীত ছবি 'সুইৎজারল্যান্ড' ছবির একটি গান। শাড়ি পরে নেচে তাক লাগিয়ে দিয়েছেন রুক্মিণী।
2
কিছুদিন আগেই এয়ারপোর্ট থেকে এই ছবিটি শেয়ার করেন দেব। লেখেন, নিউ নর্ম্যালের ছবি।
3
ট্যুইটারে দেব লিখেছেন, দাদার সঙ্গে কতদিন পর দেখা। দারুণ খাওয়া আর আড্ডা হল। বাড়ি থেকে কতদূরে বাড়ির মতোই অনুভূতি।
4
দুবাইতে চলছে আইপিএল। সেখানেই এখন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই ২২ গজের মহারাজের সঙ্গে দেখা হয়ে গেল সিনেদুনিয়ার মহাতারকার। জমিয়ে হল মধ্যাহ্নভোজ।
5
দুবাইয়ে গিয়েছেন দেব আর রুক্মিণী। আর সেখানেই দেখা হয়ে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় দেব পোস্ট করলেন এই ছবিগুলি।